AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Operation Sindoor: কেন ৪ দিনেই জারিজুরি শেষ পাকিস্তানের? এতদিন পর ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বড় তথ্য সামনে আনলেন বায়ুসেনা প্রধান

Operation Sindoor: গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালিয়ে ২৬ জনকে নৃশংসভাবে হত্যা করেছিল জঙ্গিরা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় জবাব দেয় ভারতীয় সেনা। গত ৭ মে পাকিস্তান ও পাক অধীকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুরে একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়।

Operation Sindoor: কেন ৪ দিনেই জারিজুরি শেষ পাকিস্তানের? এতদিন পর 'অপারেশন সিঁদুর' নিয়ে বড় তথ্য সামনে আনলেন বায়ুসেনা প্রধান
বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিং
| Updated on: Aug 09, 2025 | 5:21 PM
Share

বেঙ্গালুরু: দিন তিনেক কার্যত লম্ফঝম্ফ করার পর ভারতের কাছে মাথা নত করতে হয়েছিল পাকিস্তান সেনাকে। সংঘর্ষবিরতি বিরতির জন্য ভারতীয় সেনার ডিজিএমও-র সঙ্গে যোগাযোগ করেছিলেন পাকিস্তান সেনার ডিজিএমও। এবার ভারতীয় বায়ুসেনার প্রধান জানালেন, ‘অপারেশন সিঁদুর’-র সময় পাকিস্তানের অন্তত ৬টি বিমান ধ্বংস করেছে ভারত। তার মধ্যে পাঁচটি যুদ্ধবিমান এবং একটি পাক সেনার বড় বিমান। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘এস-৪০০’ ব্যবহার করে বিমানগুলি ধ্বংস করা হয়েছে বলে এদিন বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে জানালেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং।

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালিয়ে ২৬ জনকে নৃশংসভাবে হত্যা করেছিল জঙ্গিরা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় জবাব দেয় ভারতীয় সেনা। গত ৭ মে পাকিস্তান ও পাক অধীকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুরে একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। যদিও ভারত স্পষ্ট করে দেয়, শুধুমাত্র জঙ্গিঘাঁটিকে নিশানা করে অভিযান চালানো হয়েছে। পাকিস্তান সেনার কোনও পরিকাঠামো কিংবা পাক নাগরিকদের নিশানা করা হয়নি।

তারপরও ভারতীয় সেনার ওই অভিযানের পর পাক সেনা বিনা প্ররোচনায় ভারতীয় সীমান্তে হামলা চালানোর চেষ্টা করে। তার জবাব দিয়েছিল ভারতীয় সেনা। আর ভারতীয় সেনার ওই যোগ্য জবাবেই পাক সেনার পাঁচটি যুদ্ধবিমান ও একটি বড় বিমান ধ্বংস হয়েছে বলে এদিন জানালেন বায়ুসেনা প্রধান।

তিনি জানান, এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ওই যুদ্ধবিমানগুলি ধ্বংস করা হয়েছিল। প্রায় ৩০০ কিমি দূর থেকে হামলা করা হয়েছিল। যা ভূমি থেকে আকাশে হামলা চালিয়ে ধ্বংস করার ক্ষেত্রে এখনও পর্যন্ত সবচেয়ে বড় রেকর্ড বলে তিনি মন্তব্য করেন।

গত ১০ মে পাকিস্তানের ডিজিএমও-র ভারতের সঙ্গে বৈঠকের জন্য ভারতের ডিজিএমও-কে ফোন করেছিলেন। এরপর দুই দেশের ডিজিএমও বৈঠক করেন। সেখানে ভারত ও পাকিস্তান সংঘর্ষবিরতিতে সম্মত হয়। এতদিন পর ভারত প্রথম জানাল, অপারেশন সিঁদুরে পাকিস্তান সেনার ৬টি বিমান ধ্বংস হয়েছে।