Delhi IAS Officer: সারমেয়কে হাঁটাতে স্টেডিয়াম ফাঁকা করানোর অভিযোগ, দিল্লিতে ফিরে এল সেই বিতর্কিত আমলা

IAS Officer Who Emptied Stadium: এই সময়কালে ভাইরাল হওয়া বেশ কয়েকটি ভিডিয়োয় দেখা যায়, ফাঁকা স্টেডিয়ামে নিজের সারমেয়কে নিয়ে দৌড়চ্ছেন সঞ্জীব খিরওয়ার। তখন তিনি দিল্লির রাজস্ব দফতরের প্রধান সচিব ছিলেন। রাতারাতি সেই ভিডিয়ো ঘিরে তৈরি হয় বিতর্ক। ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। তড়িঘড়ি পদক্ষেপ করে তৎকালীন কেজরিওয়াল সরকার।

Delhi IAS Officer: সারমেয়কে হাঁটাতে স্টেডিয়াম ফাঁকা করানোর অভিযোগ, দিল্লিতে ফিরে এল সেই বিতর্কিত আমলা
সেই বিতর্কিত ভ্রমণImage Credit source: নিজস্ব চিত্র

|

Jan 22, 2026 | 5:53 PM

নয়াদিল্লি: পোষ্য কুকুরকে হাঁটানোর জন্য গোটা স্টেডিয়াম খালি করিয়ে দিয়েছিলেন তিনি। এই আমলার বিরুদ্ধে এমনই অভিযোগ। যদিও পরবর্তীতে তা মিথ্য়া বলে দাবি করেছিলেন আইএএস অফিসার সঞ্জীব খিরওয়ার। এবার তাঁকেই বসানোর হল দিল্লি পুরসভার কমিশনার পদে।

সঞ্জীব খিরওয়ার ১৯৯৬ সালের আইএএস ব্য়াচের অরুণাচল প্রদেশ, গোয়া, মিজোরাম-সহ অন্য সকল কেন্দ্রশাসিত অঞ্চলের ক্য়াডার। তাঁর স্ত্রী রিঙ্কু দুগ্গাও একজন আইএএস পদমর্যাদার অফিসার। এই আমলা দম্পতিকে ঘিরে বিতর্কের সূত্রপাত ২০২২ সালে। ওই বছর ২৬ মে, আমলা দম্পতি নিজেদের পোষ্য কুকুরকে সান্ধ্য ভ্রমণের জন্য ফাঁকা করান দিল্লির ত্য়াগরাজ স্টেডিয়াম। বেরিয়ে যেতে বলা হয়, সেই সময় ওই স্টেডিয়ামে প্রশিক্ষণরত ক্রীড়াবিদ এবং তাঁদের প্রশিক্ষকদের।

এই সময়কালে ভাইরাল হওয়া বেশ কয়েকটি ভিডিয়োয় দেখা যায়, ফাঁকা স্টেডিয়ামে নিজের সারমেয়কে নিয়ে দৌড়চ্ছেন সঞ্জীব খিরওয়ার। তখন তিনি দিল্লির রাজস্ব দফতরের প্রধান সচিব ছিলেন। রাতারাতি সেই ভিডিয়ো ঘিরে তৈরি হয় বিতর্ক। ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা। তড়িঘড়ি পদক্ষেপ করে তৎকালীন কেজরিওয়াল সরকার। জানিয়ে দেওয়া হয়, দিল্লির সব স্টেডিয়াম রাত ১০টা পর্যন্ত খেলোয়াড়দের জন্য খোলা থাকবে।

আমলা দম্পতির বিরুদ্ধে পদক্ষেপ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সঞ্জীব খিরওয়ারকে বদলি করে পাঠিয়ে দেওয়া হয় লাদাখে। তাঁর স্ত্রী রিঙ্কু দুগ্গাকে পাঠিয়ে দেওয়া হয় অরুণাচল প্রদেশে। যদিও এই সময় সঞ্জীব দাবি করেছিলেন, তিনি মাঝে মধ্য়ে স্টেডিয়াম ব্যবহার করে থাকলেও, কখনও কোনও খেলোয়াড়কে অসুবিধায় ফেলতেন না। অবশেষে সব বিতর্ক পেরিয়ে আবার দিল্লিতে ফিরে এসেছেন খিরওয়ার। এবার দিল্লি পুরসভার মাথায় বসানো হয়েছে তাঁকে। এতদিন এই পদে থাকা অশ্বিনী কুমারকে বদলি করে পাঠানো হয়েছে জম্মু ও কাশ্মীরে।