
ওড়িশা: রেলট্র্যাক, এটা মাওবাদীদের বরাবরের টার্গেট। আগের তুলনায় এই ঘটনার পরিমাণ কমলেও, তাতে এখন দাঁড়ি পড়েনি। এদিন ওড়িশার সুন্দরগড়ে ঝাড়খণ্ড সীমানায় রেলট্র্যাকে যখন আইইডি বিস্ফোরণ ঘটল, সেই সময়ও মাওবাদীদের দিকে সন্দেহের তির গেল পুলিশের।
রবিবার হঠাৎ করেই কেঁপে উঠল ওই সীমান্তবর্তী এলাকা। বিকট শব্দ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ড সীমানার সুন্দরগড়ের রেলট্র্যাকে আইইডি পাতাছিল। সেই বিস্ফোরণেই আপাতত মৃত্যু হয়েছে এক রেলকর্মীর। নাম ইতুয়া ওঁরাও। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, রেলের বিমলাগড় শাখার করমপদ এবং রেঞ্জদা সংযোগকারী লাইনের উপরেই বিস্ফোরণ ঘটেছে। তবে ক্ষতির মাত্রা কম। তাই ট্রেন চলাচলে কোনও অসুবিধা হবে না।
কিন্তু এই বিস্ফোরণ ঘটাল কারা? প্রাথমিক অনুমান, মাওবাদীদের কাজ। কারণ বিস্ফোরণস্থলের কাছে একটি মাওবাদীদের পোস্টারও পাওয়া গিয়েছে। এমনকি, ২৮ জুলাই থেকে ৩ অগস্ট পর্যন্ত ‘শহিদ সপ্তাহ’ পালনের ডাক দিয়েছিল মাওবাদীরা। ফলত সন্দেহের তির সেই দিকেই। রেল সূত্রে জানা গিয়েছে, “স্থানীয় প্রশাসনের থেকে সবুজ সংকেত পেলেই ক্ষতিগ্রস্থ রেললাইনে কাজ শুরু হয়ে যাবে।”
এই ঘটনায় সমবেদনা জানিয়েছে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিও। এদিন তিনি ওই রেলকর্মীর মৃত্যুতে সমবেদনা প্রকাশের পাশাপাশি, তার পরিবারের জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেন।