EXPLAINED: SIR নিয়ে কেন বিরোধিতা বিরোধীদের? কেন বিহারে বাদ যাচ্ছে ৫৬ লক্ষ ভোটার?

EXPLAINED: বিহারে ৫৬ লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে। সেরাজ্যে বিধানসভা আসন ২৪৩টি। অর্থাৎ প্রতি বিধানসভা থেকে গড়ে ২৩ হাজারের মতো ভোটারের নাম বাদ যাবে। কেন এই নাম বাদ? কী বলছে বিরোধীরা? বিহারে ভোটে এর কতটা প্রভাব পড়বে? পড়ুন টিভি৯ বাংলার বিশেষ প্রতিবেদন...

EXPLAINED: SIR নিয়ে কেন বিরোধিতা বিরোধীদের? কেন বিহারে বাদ যাচ্ছে ৫৬ লক্ষ ভোটার?
কী বলছে বিরোধীরা?Image Credit source: TV9 Bangla

Jul 26, 2025 | 10:27 AM

কলকাতা: আর মাস তিন-চারেক পর নির্বাচন। ফলে ভোট ময়দানে রাজনৈতিক দলগুলির এখন ঝাঁপিয়ে পড়ার কথা। সেখানে বিহারে বিরোধীরা ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে কি না, সেই প্রশ্নই উঠছে। আর এই প্রশ্নকে একেবারে উড়িয়ে দিচ্ছেন না বিহার বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব। ভোট প্রক্রিয়ায় তাঁরা অংশ নেবেন কি না, তা সাধারণ মানুষ ও বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানালেন। কিন্তু, হঠাৎ ভোট প্রক্রিয়ায় অংশ না নেওয়ার প্রশ্ন উঠছে কেন? এর পিছনে রয়েছে বিহারে সংশোধিত ভোটার তালিকা প্রকাশে জাতীয় নির্বাচন কমিশনের উদ্যোগ। বিহারে সংশোধিত ভোটার তালিকা প্রকাশের জন্য স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) করছে কমিশন। তার ফলে বিহারে ভোটার তালিকা থেকে ৫৬ লক্ষের নাম বাদ পড়তে চলেছে। কেন তালিকা থেকে ৫৬ লক্ষ ভোটারের নাম বাদ পড়তে চলেছে? বিরোধীরা এই নিয়ে সরব হয়েছে কেন? SIR কী? কাদের নাম বাদ পড়ছে? ...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন