
নয়াদিল্লি: ঘরশত্রু বিভীষণ। সরষের মধ্যে ভূত। ভারতের কূটনীতিকই যখন পাকিস্তানের আইএসআইয়ের হাতে গোপন তথ্য তুলে দেন, তখন তাঁকে কী বলা যায়? পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইউটিউবার জ্যোতি মালহোত্রা-সহ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করার পর ১৫ বছর আগে ধৃত এক কূটনীতিকের কাহিনি ফের আলোচনার শিরোনামে। ১৫ বছর আগে ধৃত ওই কূটনীতিকের নাম মাধুরী গুপ্তা। ভারতের কূটনীতিক থেকে কীভাবে পাকিস্তানের আইএসআইয়ের গুপ্তচর হয়ে উঠলেন তিনি? কোন প্রলোভনে পা দিয়েছিলেন? কীভাবে ধরা পড়লেন তিনি? ২০১০ সালের এপ্রিলের গোড়ার দিক। তখনও ২৬/১১ মুম্বই হামলার ভয়াবহ স্মৃতি টাটকা। পাকিস্তানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে। ভারতের ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি)-র প্রধান তখন রাজীব মাথুর। ইসলামাবাদে ভারতীয় দূতাবাস থেকে তাঁর কাছে এল একটা খবর। যা শুনে প্রথমে চমকে উঠলেন তিনি। ইসলামাবাদের ভারতীয় দূতাবাসেরই এক আধিকারিক নাকি পাকিস্তানের আইএসআইয়ের কাছে ভারতের বিভিন্ন গোপন তথ্য পাঠাচ্ছেন। ওই আধিকারিকের সন্দেহজনক গতিবিধির ব্যাপারে...