In Depth on Aravalli Hills: বিপদে আরাবল্লী, দিল্লি মরুভূমি হয়ে যাবে?
In Depth on Aravalli Hills: এই পর্বতশৃঙ্গ থর মরুভূমিকে পূর্ব দিকে এগিয়ে আসতে বাধা দেয়। দিল্লি ও এনসিআরের মানুষ যেটুকু শ্বাস নিতে পারেন, তাও অসম্ভব হয়ে যাবে। এতদিন দিল্লি-এনসিআরে বায়ুদূষণ কমাতে প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করেছে আরাবল্লী।

হিমালয়ের থেকেও ৩২০ কোটি বছর পুরনো। ৭৫০ কিলোমিটার জুড়ে বিস্তৃত আরাবল্লী পর্বত ভারতের জন্য এক উপহার। এটি কোটি কোটি বছর ধরে কাজ করছে প্রাকৃতিক ঢাল হিসাবে। নাহলে কবেই দিল্লি, হরিয়ানা, উত্তর প্রদেশ মরুভূমিতে পরিণত হত! আজ সেই আরাবল্লীই বিপন্ন। ধ্বংসের মুখে আরাবল্লী পাহাড়। সুপ্রিম কোর্টের সিলমোহরে উন্নয়নের নামে কার্যত বিপর্যয় নামতে চলেছে। রুখে দাঁড়িয়েছে পরিবেশপ্রেমী থেকে বিরোধী দলগুলি। কী বলছে সরকার? যে পাহাড় দিল্লি ও সংলগ্ন এলাকাকে এত বছর ধরে মরুভূমি হওয়া থেকে বাঁচাচ্ছে, সেই পাহাড়ই আজ ধ্বংসের মুখে!উন্নয়নের নামে, আইনের ফাঁক গলে, কাটা হচ্ছে ভারতের সবচেয়ে প্রাচীন পাহাড় আরাবল্লী। সম্প্রতিই কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক আরাবল্লী পর্বতের সংজ্ঞা বদল করে। বলা হয়, সমুদ্রপৃষ্ঠ নয়,...
