
নয়াদিল্লি: জঙ্গিদের মুক্তাঞ্চল। জঙ্গিরা নির্বিঘ্নে সেদেশের মাটি ব্যবহার করে। এমনকি, জঙ্গিদের মদত দেয় সেনা-সরকারও। পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বের রাষ্ট্রগুলি এই নিয়ে বরাবরই সরব। আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে বারবার সরব হয়েছে ভারত। তারপরও পড়শি দেশ বদলায়নি। আর্থিক সংকটে ভুগছে তারা। খাদ্যের জন্য হাহাকার। কিন্তু, সেদেশে জঙ্গিরা নির্বিঘ্নে ঘুরে বেড়ায়। আর সেই পাকিস্তানই জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর বলছে, এখন আর সেদেশে লস্কর-ই-তৈবার অস্তিত্ব নেই। যে লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সইদ সেদেশে বহাল তবিয়তে রয়েছে, সেই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ বলছেন, লস্কর-ই-তৈবা আর নেই সেদেশে। কিন্তু, হঠাৎ কেন তাঁকে একথা বলতে হল? পাকিস্তান কি বুঝতে পারছে, বিশ্বমঞ্চে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে তারা? যে গুটিকয়েক দেশ তাদের পাশে দাঁড়াত, তারাও কি এবার সরে যাচ্ছে? তাই কি পাকিস্তানের মাটিতে লস্কর-ই-তৈবার অস্তিত্ব অস্বীকার করলেন পাক প্রতিরক্ষামন্ত্রী? পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা- ...