AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Independence Day Wishes: আত্মত্যাগ-লড়াইয়ের স্মৃতিচারণ, স্বাধীনতা দিবসে প্রিয়জনকে শুভেচ্ছা জানান এইভাবে

Independence Day Wishes: ভারতবাসীর মনে এই দিনটি বিশেষভাবে জায়গা করে রেখেছে। এই দিনটি শক্তি, দক্ষতা ও ভারতবাসীর একতার উদাহরণ। স্বাধীনতার ৭৮ তম বর্ষ এবার।

Independence Day Wishes: আত্মত্যাগ-লড়াইয়ের স্মৃতিচারণ, স্বাধীনতা দিবসে প্রিয়জনকে শুভেচ্ছা জানান এইভাবে
স্বাধীনতা দিবসের উদযাপন।Image Credit: PTI
| Updated on: Aug 13, 2025 | 6:28 PM
Share

নয়া দিল্লি:  স্বাধীনতার আরও একটি বছর পার। ১৫ অগস্ট স্বাধীনতা দিবস ভারতের। এই দিনেই ব্রিটিশ রাজত্বের হাত থেকে স্বাধীনতা অর্জন করেছিল ভারত। ভারতবাসীর মনে এই দিনটি বিশেষভাবে জায়গা করে রেখেছে। এই দিনটি শক্তি, দক্ষতা ও ভারতবাসীর একতার উদাহরণ। স্বাধীনতার ৭৮ তম বর্ষ এবার। এই বিশেষ দিনে প্রিয়জনকে শুধুমাত্র “স্বাধীনতা দিবসের শুভেচ্ছা” বলে নয়,  দেশের স্বাধীনতার লড়াইয়ের কথা মনে করিয়ে দিন এভাবে-

  • আসুন, স্বাধীনতার জন্য আত্মত্যাগ মনে করি এবং এই দিনটি উদযাপন করি।
  • হ্য়াপি ইন্ডিপেনডেন্স ডে! আশা করি এই দিন আমাদের সকলের মধ্যে একতা ও উন্নতি আনুক।
  •  স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। ব্রিটিশ রাজত্ব থেকে দেশকে স্বাধীন করতে স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ যেন আমরা কখনও না ভুলি।
  • এই স্বাধীনতা দিবস আমাদের এগিয়ে নিয়ে যাক এবং দরিদ্রতা, বেকারত্ব থেকে মুক্তি দিক। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
  • আশা করি আমরা আরও স্বাধীনতা দিবস উদযাপন করতে পারি এবং দেশের উন্নতি করতে পারি। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সকলকে।
  •  কঠোর লড়াইয়ের অর্জন স্বাধীনতা। আমরা যেন এই উপহারকে সম্মান করি এবং উদযাপন করি। হ্যাপি ইন্ডিপেনডেন্স ডে!