Coal Production: কয়লা উত্তোলনে ‘ঐতিহাসিক’ মাইলফলক, উচ্ছ্বসিত কেন্দ্রীয় মন্ত্রী
Coal Production: ভারতের কয়লা উত্তোলন ক্রমশ বাড়ছে। ২০২২-২৩ অর্থবর্ষে ৮৯৩.১৯১ মিলিয়ন টন কয়লা উত্তোলন হয়েছিল। ২০২৩-২৪ অর্থবর্ষে তা পৌঁছে যায় ৯৯৭.৮৩ মিলিয়ন টনে।

নয়াদিল্লি: কয়লা উত্তোলনে নয়া মাইলফলক স্পর্শ ভারতের। ২০২৪-২৫ অর্থবর্ষে এক বিলিয়ন টন কয়লা উত্তোলনের মাইলফলক পেরিয়ে গেল। চলতি অর্থবর্ষ শেষ হওয়ার ১১ দিন আগেই এই মাইলফলক স্পর্শে উচ্ছ্বসিত কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি। কয়লা উত্তোলন বৃদ্ধির ফলে বিদ্যুৎ উৎপাদন বাড়বে। ভারতের অর্থনৈতিক বৃদ্ধি ঘটবে।
ভারতের কয়লা উত্তোলন ক্রমশ বাড়ছে। ২০২২-২৩ অর্থবর্ষে ৮৯৩.১৯১ মিলিয়ন টন কয়লা উত্তোলন হয়েছিল। ২০২৩-২৪ অর্থবর্ষে তা পৌঁছে যায় ৯৯৭.৮৩ মিলিয়ন টনে। আর এবার ২০২৪-২৫ অর্থবর্ষ শেষ হওয়ার ১১ দিন আগেই ২০ মার্চ ১ বিলিয়ন টন কয়লা উত্তোলনের মাইলফলক ছুঁয়ে ফেলল ভারত।
এই খবরটিও পড়ুন




দেশে ৩৫০টি কয়লা খনি রয়েছে। ৫ লক্ষ শ্রমিক কয়লা খনিগুলিতে কাজ করেন। নিলামের মাধ্যমে কয়লা উত্তোলন ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলিও যাতে অংশ নিতে পারে, সেজন্য আইন সংশোধন করেছে কেন্দ্রীয় সরকার। শ্রমিকদের নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। এর জেরেই কয়লা উত্তোলন বেড়েছে। দেশের ৭৪ শতাংশ বিদ্যুৎ উৎপাদন হয় কয়লাকে ব্যবহার করে। ফলে কয়লা উত্তোলন বৃদ্ধির ফলে দেশের বিদ্যুৎ উৎপাদনও বেড়েছে।
𝐇𝐢𝐬𝐭𝐨𝐫𝐢𝐜 𝐌𝐢𝐥𝐞𝐬𝐭𝐨𝐧𝐞! 🇮🇳
India has crossed a monumental 1 BILLION TONNES of coal production!
With cutting-edge technologies and efficient methods, we’ve not only increased production but also ensured sustainable and responsible mining. This achievement will fuel… pic.twitter.com/KRGOBQ1SA7
— G Kishan Reddy (@kishanreddybjp) March 21, 2025
২০২৪-২৫ অর্থবর্ষে ১ বিলিয়ন টন কয়লা উত্তোলনকে ঐতিহাসিক মাইলফলক বললেন কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি। এদিন এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “কয়লা উত্তোলন বৃদ্ধি একদিকে বিদ্যুতের চাহিদা পূরণ করবে। তেমনই অর্থনৈতিক বৃদ্ধিতে ভূমিকা রাখবে। প্রত্যেক ভারতবাসীর উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করবে।” একইসঙ্গে তিনি লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব বিদ্যুৎ উৎপাদনে ভারত আন্তর্জাতিক নেতা হওয়ার পথে এগোচ্ছে।





