India, UK make free deal: যুদ্ধ যুদ্ধ আবহে বড় খেল খেলে দিল ভারত

Trade Deal: ভারতের তৈরি পোশাক, জুতো এবং খাদ্য পণ্যে শুল্ক কমাবে ব্রিটেন। এর ফলে ক্রেতারা আরও কম মূল্যে পণ্য পাবেন। এবং তাঁদের কাছে অনেক বিকল্প থাকবে। এই চুক্তি চূড়ান্ত হওয়াকে ঐতিহাসিক মাইলফলক বলেছেন প্রধানমন্ত্রী মোদী।

India, UK make free deal: যুদ্ধ যুদ্ধ আবহে বড় খেল খেলে দিল ভারত
কিয়ার স্টারমার ও নরেন্দ্র মোদী (ফাইল ফোটো)

May 06, 2025 | 8:27 PM

নয়াদিল্লি: তিন বছর ধরে আলোচনা। অবশেষে ভারত ও ব্রিটেনের মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বড় সাফল্য। মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে দুই দেশ। তিন বছরের আলোচনার পর মঙ্গলবার দুই দেশের বাণিজ্য চুক্তি চূড়ান্ত হল। ব্রিটেন বলছে, ভারতের সঙ্গে এই মুক্ত বাণিজ্য চুক্তির ফলে ২০৪০ সালের মধ্যে ব্রিটেনের অর্থনীতিতে বছরে ৪.৮ বিলিয়ন পাউন্ড যোগ হবে।

ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার একে ‘ঐতিহাসিক চুক্তি’ বলে মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথাও বলেন তিনি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারস্পরিক শুল্ক বসানোর পর ব্রিটেনের গাড়ি ও মদ শিল্পে কিছুটা ভাটা পড়েছিল। ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ফলে তা নতুন গতি পাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

এই চুক্তির ফলে ব্রিটেনের মদে ভারতের শুল্ক ১৫০ শতাংশ থেকে কমে ৭৫ শতাংশ নেমে আসবে। দশ বছর পর তা আরও কমে হবে ৪০ শতাংশ। ব্রিটেনে তৈরি গাড়িতে শুল্ক ১০০ শতাংশ থেকে কমে ১০ শতাংশ হবে। এই চুক্তির ফলে ব্রিটেনের ৯০ শতাংশ পণ্যে শুল্ক কমাবে ভারত।

অন্যদিকে, ভারতের তৈরি পোশাক, জুতো এবং খাদ্য পণ্যে শুল্ক কমাবে ব্রিটেন। এর ফলে ক্রেতারা আরও কম মূল্যে পণ্য পাবেন। এবং তাঁদের কাছে অনেক বিকল্প থাকবে।

এই চুক্তি চূড়ান্ত হওয়াকে ঐতিহাসিক মাইলফলক বলেছেন প্রধানমন্ত্রী মোদী। দুই দেশের অর্থনীতি আরও ত্বরান্বিত হবে বলে এক্স হ্যান্ডলে লিখেছেন তিনি। চুক্তিতে স্বাক্ষর করার জন্য মোদী ও স্টারমার খুব শীঘ্রই সাক্ষাৎ করতে পারেন। ব্রিটেনের প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ জানিয়েছেন মোদী। দুই দেশের আধিকারিকরা বলছেন, এই চুক্তির ফলে ২০৪০ সালের মধ্যে দুই দেশের বাণিজ্য বেড়ে ২৫.৫ বিলিয়ন পাউন্ড হবে। কূটনীতিকরা বলছেন, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ যুদ্ধ আবহে এটা ভারতের বড় সাফল্য। খুব শীঘ্রই আমেরিকার সঙ্গেও বাণিজ্য চুক্তি চূড়ান্ত হতে পারে ভারতের।