INDIA: মুম্বইয়ে জোটের তৃতীয় বৈঠকেই প্রকাশিত হবে ‘ইন্ডিয়া’-র লোগো
Rahul Gandhi: কংগ্রেস সূত্রে খবর, ১ সেপ্টেম্বর ইন্ডিয়া জোটে বৈঠকের পর সেন্ট্রাল মুম্বইয়ে মহারাষ্ট্র কংগ্রেসের হেডকোয়ার্টার তিলক ভবনে যাবেন রাহুল গান্ধী। দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি।

নয়া দিল্লি: ২০২৪ লোকসভা নির্বাচনে NDA-কে টেক্কা দিতে ক্রমশ জোট শক্ত করছে বিরোধী শিবির। নতুন জোট গঠন করে তাৎপর্যপূর্ণ নাম দেওয়ার পর এবার ‘ইন্ডিয়া’-র লক্ষ্য লোগো। ২৬টি অ-বিজেপি দল মিলে যে জোট গঠন করেছে, এবার সেই জোট নতুন লোগো প্রকাশ করতে চলেছে। আগামী ৩১ অগস্ট ও ১ সেপ্টেম্বরে মুম্বইয়ে আয়োজিত তৃতীয় বৈঠকেই ‘ইন্ডিয়া’ জোটের নতুন লোগো প্রকাশিত হবে বলে সূত্রের খবর।
জানা গিয়েছে, আগামী ৩১ অগস্ট থেকে দু-দিন ব্যাপী ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বসতে চলছে বাণিজ্যনগরী, মুম্বইয়ে। ২৬টি অ-বিজেপি দলের মোট ৮০ জন শীর্ষ নেতা এই বৈঠকে যোগ দেবেন। ‘ইন্ডিয়া’ জোটের রণকৌশল স্থির করা হবে এই বৈঠকে। পাশাপাশি এই বৈঠকেই জোটের লোগো প্রকাশ করা হবে বলে সূত্রের খবর। এছাড়া মুম্বইয়ের এই বৈঠকে আরও কতকগুলি অ-বিজেপি দল ইন্ডিয়া জোটে যোগ দিতে পারে বলেও সূত্র মারফৎ জানা যাচ্ছে। যদিও জোটের কেউ এখনও বিষয়টি স্পষ্ট করেননি।
‘ইন্ডিয়া’ জোটের প্রথম বৈঠক হয়েছিল বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি(ইউ) নেতা নীতীশ কুমারের নেতৃত্বে বিহারে। দ্বিতীয় বৈঠক হয়েছিল বেঙ্গালুরুতে। তবে সেই বৈঠক শুরুর আগে জোটের সমস্ত নেতা-নেত্রীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেছিল কংগ্রেস। এবার ৩১ অগস্ট মুম্বইয়ে বৈঠকের পর ‘ইন্ডিয়া’ জোটের নেতা-নেত্রীদের জন্য নৈশভোজের আয়োজন করছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। অন্যদিকে, মধ্যাহ্নভোজের আয়োজন করছে মুম্বইয়ের কংগ্রেস কমিটি।
কংগ্রেস সূত্রে খবর, ১ সেপ্টেম্বর ইন্ডিয়া জোটে বৈঠকের পর সেন্ট্রাল মুম্বইয়ে মহারাষ্ট্র কংগ্রেসের হেডকোয়ার্টার তিলক ভবনে যাবেন রাহুল গান্ধী। দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি। এছাড়া ইন্ডিয়া জোটের বৈঠককে সফল করতে ইতিমধ্যে নিজেদের দলের নিম্নস্তর থেকে ছোট-ছোট বৈঠক করে তৎপরতা শুরু করে দিয়েছেন মহারাষ্ট্র কংগ্রেসের কার্যকরী সভাপতি নাসিম খান, শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে-সহ মহাবিকাশ আগাড়ির সব নেতারা।





