
নয়াদিল্লি: আকাশপথ বন্ধ করে ভারতকে বিপাকে ফেলতে চেয়েছিল পাকিস্তান। কিন্তু সেই স্বপ্ন তো তাদের আর পূরণ হল না। উল্টে নিজেদেরই আর্থিক ক্ষতি করে বসেছে তারা। এবার গোদের উপর বিষফোঁড়া। সূত্রের খবর, এবার পাকিস্তানের জন্য নিজেদের আকাশপথ বন্ধ করবে ভারত, ঢুকতে দেবে না কোনও জাহাজও।
পহেলগাঁও হামলার পর থেকেই সম্পর্ক বিষিয়েছে ভারত-পাকিস্তানের। একদিকে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করেছে ভারত। তার পাল্টা আবার ভারতের বিরুদ্ধে তোপ দেগে শিমলা চুক্তি স্থগিত করেছে পাক সরকার। এবার পাকিস্তানে আরও বিপাকে ফেলতে আকাশ-জল দুই পথই বন্ধ করার কথা ভাবছে নয়াদিল্লি।
ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন সূত্রে খবর, মঙ্গলবার পহেলগাঁওয়ে ঘটা হামলার পর থেকেই ভারতীয় আকাশপথ এড়িয়ে চলতে শুরু করেছে পাকিস্তান অসামরিক বিমানগুলি। এবার নয়াদিল্লি সম্ভবত তারা সেই অভ্যাস যাতে বজায় রাখতে পারে, তেমন ব্যবস্থাই করছে। খুব শীঘ্রই ঘোষণা হতে পারে পাকিস্তানের জন্য ভারতের আকাশপথ বন্ধের। এমনকি, এক প্রশাসনিক কর্তা ইন্ডিয়া টুডেকে জানিয়েছে, খুব শীঘ্রই ভারতীয় বন্দরে পাকিস্তানি জাহাজের প্রবেশ বন্ধ করে দিতে পারে নয়াদিল্লি।
এর ফলে কতটা ক্ষতি হবে পড়শি দেশের? ওয়াকিবহাল মহল বলছে, পাকিস্তানের বিমানগুলি থেকে ভারতের বিশেষ আয় হয় না। সুতরাং, তাদের আকাশপথ দেওয়া আর না দেওয়া একই ব্যাপার। তবে ভারত যদি পথে কাঁটা ফেলে বসে, তাতে পাকিস্তানের সমস্যা প্রচণ্ড বাড়বে। যার জেরে দেশের পূর্ব প্রান্তে বিশেষ করে চিনের দিকে পাকিস্তানি বিমানকে যেতে বাড়তি পথ ঘুরে পৌঁছতে হবে।