
নয়াদিল্লি: ট্রাম্পের শুল্কের পাল্টা বড় পদক্ষেপ নিয়ে নিল ভারতীয় ডাকবিভাগ বা ইন্ডিয়া পোস্ট। আগামী ২৫ অগস্ট থেকে স্থগিত হয়ে যেতে চলেছে তাদের অন্যতম একটি পরিষেবা। কিন্তু ট্রাম্পের সঙ্গে ভারতীয় ডাকবিভাগেরই বা যোগ কী? ট্রাম্পের মন-মর্জিতে প্যাঁচে পড়ল দেশের ডাক পরিষেবা? ইন্ডিয়া পোস্ট জানিয়েছে, আপাতত ভাবে আমেরিকায় আর কোনও পার্সেল পাঠাবে না তারা।
এতদিন পর্যন্ত ভিন দেশ থেকে মার্কিন যুক্তরাষ্টে আসা ৮০০ ডলার বা ভারতীয় মুদ্রায় ৬৯ হাজার টাকা মূল্য পর্যন্ত সমস্ত পার্সেলকে ডিউটি-ফ্রি বা শুল্কমুক্ত রাখত আমেরিকার প্রশাসন। কিন্তু গত ৩০ জুলাই সেই নীতিতে বদল আনে হোয়াইট হাউস। প্রত্যাহার করে ছাড়। তারা জানায়, আগামী ২৯ অগস্ট থেকে এই নয়া নিয়ম কার্যকর হবে। আর তার আগেই ২৫ অগস্ট থেকে সাময়িক ভাবে সমস্ত আমেরিকা-গামী পার্সেলকে সাময়িক ভাবে স্থগিত করে দিল ইন্ডিয়া পোস্ট।
ভারতীয় ডাক বিভাগের যুক্তি, বাড়তি মার্কিন শুল্ক থেকে মুক্তি পেতেই এই পদক্ষেপ নিতে হয়েছে তাদের। অবশ্য, মার্কিন প্রশাসন ৮০০ ডলার পর্যন্ত পার্সেলে শুল্ক চাপালেও, ছাড় দিয়েছে ১০০ ডলার বা ভারতীয় মুদ্রায় ৮ হাজার ৭৩০ টাকা মূল্যের অন্তর্গত পার্সেলগুলিতে। সেগুলি এখনও মার্কিন ভূমে ডিউটি-ফ্রিই থাকছে। তাই ভারতীয় ডাক বিভাগও এমন সকল পণ্য পাঠানো থেকে মুখ ফেরাচ্ছে না বলেই জানা গিয়েছে।
কিন্তু যারা এই তারিখের আগেই নিজেদের পার্সেল ইন্ডিয়া পোস্টে জমা দিয়েছে, তাদের কী হবে? ইন্ডিয়া টুডে-র একটি প্রতিবেদন অনুযায়ী, যে সকল গ্রাহকরা সদ্য তাদের পার্সেল মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানোর জন্য ডাক বিভাগে জমা দিয়েছে, সেই সামগ্রীগুলি নির্দিষ্ট মালিকের হাতে রিফান্ড-সহ তুলে দেওয়া হবে।