India Post: এতটাই ছিল পথ…! জারি বিজ্ঞপ্তি, পোস্ট অফিস নিয়ে বড় সিদ্ধান্ত

India Post: স্বাভাবিক ভাবে অনেকেই এই দু'টি শব্দের সঙ্গে খুব একটা পরিচিত নয়। যেখানে স্পিড পোস্টের কথা লোকমুখে শোনা গেলেও রেজিস্টার্ড পোস্ট তা আবার কী?

India Post: এতটাই ছিল পথ...! জারি বিজ্ঞপ্তি, পোস্ট অফিস নিয়ে বড় সিদ্ধান্ত
প্রতীকী ছবি Image Credit source: Getty Image

|

Aug 03, 2025 | 12:08 AM

নয়াদিল্লি: বয়স হয়েছে পোস্ট অফিসের। বছর বছর ধরে এই দেশের প্রতিটি মানুষকে সেবা করেছে সে। এবার একটু বদলের পালা। তবে বদল মাঝে মধ্যে মন খারাপ করেও যায়। বন্ধ হচ্ছে পোস্ট অফিসের সবচেয়ে পুরনো পরিষেবা। হাতে আর এক মাসও নেই। আসন্ন সেপ্টেম্বর থেকেই নিশব্দেই বন্ধ হয়ে যাচ্ছে সেই পরিষেবা। গত জুলাই মাসের শুরুর দিকে দেশের ডাক বিভাগ বা পোস্ট অফিসের কর্মীদের জন্য একটি অভ্য়ন্তরীণ বিজ্ঞপ্তি জারি করেন উচ্চ পদস্থ কর্মকর্তারা।

তাতে জানানো হয়, আসন্ন পয়লা সেপ্টেম্বর থেকে রেজিস্টার্ড পোস্ট পরিষেবা পোস্ট অফিসের স্পিড পোস্টের সঙ্গে জুড়ে যাবে বা একীভূত হয়ে যাবে এবং একটা নির্দিষ্ট পথেই পোস্ট বা ডাক পরিষেবা প্রদান করা হবে। স্বাভাবিক ভাবে অনেকেই এই দু’টি শব্দের সঙ্গে খুব একটা পরিচিত নয়। যেখানে স্পিড পোস্টের কথা লোকমুখে শোনা গেলেও রেজিস্টার্ড পোস্ট তা আবার কী?

খুব সহজ ভাষায় বলতে গেলে, চিঠি বা কোনও কুরিয়ার পাঠানোর ক্ষেত্রে পোস্ট অফিসের তৈরি করা সবচেয়ে পুরনো পরিষেবাটিই হল রেজিস্টার্ড পোস্ট। যাকে আজও সবচেয়ে নিরাপদ বলে চিহ্নিত করে হয়ে থাকে। উল্টোদিকে স্পিড পোস্ট। তা অনেকটাই ‘প্রিমিয়াম’। মূলত, দ্রুত কোনও কিছু পাঠানোর ক্ষেত্রে এই পরিষেবা ব্যবহার করা হয়ে থাকে। যা খরচসাপেক্ষও। এবার সেই স্পিড পোস্টের সঙ্গেই জুড়ে দেওয়া হচ্ছে রেজিস্টার্ড পোস্টকে।

কিন্তু কেন? ওই জারি হওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডাক পরিষেবাকে আরও স্বচ্ছ, দ্রুত এবং সর্বপরি ট্র্যাকেবল করার জন্যই এই সিদ্ধান্ত অর্থাৎ নিজের কুরিয়ারের খবর সব সময় থাকবে গ্রাহকের কাছে। হিন্দুস্থান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, ডিডিজি (মেইল অপারেশন) দুষ্মন্ত মুডগল এই বিজ্ঞপ্তির পর পোস্ট বিভাগের আওতায় থাকা সমস্ত দফতরকে প্রয়োজনীয় পরিবর্তনগুলির নির্দেশ দিয়েছেন। কার্যত রেজিস্টার্ড পোস্ট পরিষেবাকে মুছে ফেলার কথা বলেছেন তিনি।