
নয়াদিল্লি: রুশের সঙ্গে হাত মিলিয়ে আরও শক্তি তৈরি করতে চলেছে ভারত। অপারেশন সিঁদুরের সাফল্য দেখেছে গোটা দেশ। সিঁদুর অভিযানে ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের যে ব্যবহার হয়েছিল, সেই দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে ব্রহ্মসের ছোড়া নিয়ে কিছু খোলসা করেনি ভারতীয় সেনাবাহিনী।
পাকিস্তানকে যাতে আগামী দিনেও ‘চুপ’ রাখা যায়, সেই জন্য এবার রাশিয়ার সঙ্গে হাত মিলিয়ে আরও আধুনিক ব্রহ্মস তৈরির পরিকল্পনা করছে ভারত। ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী, অত্য়াধুনিক ব্রহ্মস বানাতে মস্কোর সঙ্গে অনেকটাই কথা এগিয়ে গিয়েছে নয়াদিল্লির। এমনকি, ভারতকে তারা সমস্ত রকমের যান্ত্রিক সহযোগিতা করতে তৈরি বলেও জানিয়েছে।
চলতি মাসেই উত্তরপ্রদেশে উদ্বোধন হয়েছে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র তৈরির নতুন কারখানা। ৮০ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই কারখানা তৈরিতে খরচ পড়েছে ৩০০ কোটি টাকা। যা উদ্বোধন করেছিলেন খোদ কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথ। রুশ সহযোগিতায় ভারতে যে সকল অত্য়াধুনিক ব্রহ্মস তৈরি হবে, তার কেন্দ্র এই কারখানা, এমনটাই খবর।
বলে রাখা ভাল, ব্রহ্মসের এই কারখানা উদ্বোধনের সময়ই মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথ দাবি করেছিলেন, ‘ব্রহ্মসের শক্তি কতটা, তা অপারেশন সিঁদুরের সময়ই স্পষ্ট হয়েছে। এরপরও যদি কেউ তা বুঝতে না পারেন, তবে অবশ্যই এই ক্ষেপণাস্ত্রের প্রভাব সম্পর্কে পাকিস্তানের থেকে জেনে নিন।’ এবার সেই কারখানাতেই আরও আধুনিক মানের ব্রহ্মস তৈরি করবে কেন্দ্র। পথ দেখাবে মস্কো।