Indus Treaty: ‘১৫ বছর ধরে ভারত সহ্যশক্তি দেখিয়েছে’, সিন্ধু চুক্তি নিয়ে বলল ভারত

Indus Treaty: সচিব বলেন, "ভারত সর্বদা সিন্ধু চুক্তিকে সম্মান করে এসেছে। ৬৫ বছর ধরে চুক্তিটি বজায় রেখে ভারত সহনশীলতা দেখিয়েছে। পাকিস্তান চুক্তিতে কোনও সহযোগিতা করেনি।"

Indus Treaty: ১৫ বছর ধরে ভারত সহ্যশক্তি দেখিয়েছে, সিন্ধু চুক্তি নিয়ে বলল ভারত
বিদেশ সচিব বিক্রম মিস্রিImage Credit source: ANI

May 08, 2025 | 8:23 PM

নয়া দিল্লি: পাকিস্তান কখনও সিন্ধু নদী চুক্তি মেনে চলেনি। অপারেশন সিঁদুর-এর পর এ কথা বললেন বিদেশ সচিব বিক্রম মিস্রি। তিনি বলেন, “গত দু বছরে ভারত পাকিস্তানকে বেশ কয়েকবার নোটিস পাঠিয়েছে। সিন্ধু জল-চুক্তিতে প্রয়োজনীয় সংশোধনী আনার জন্য এগুলি বিশেষভাবে তৈরি করা হয়েছিল। কিন্তু পাকিস্তান এই বিষয়টা নিয়ে খুব একটা চিন্তিত বলে মনে হয়নি।

সচিব আরও বলেন, “ভারত সর্বদা সিন্ধু চুক্তিকে সম্মান করে এসেছে। ৬৫ বছর ধরে চুক্তিটি বজায় রেখে ভারত সহনশীলতা দেখিয়েছে। পাকিস্তান চুক্তিতে কোনও সহযোগিতা করেনি। পাকিস্তান সবসময় এতে আইনি এবং অন্যান্য বাধা তৈরি করেছে।”

এদিন মূলত ভারত-পাকিস্তানে বর্তমানের সংঘাতের পরিস্থিতি নিয়ে কথা বলেন বিদেশ সচিব। তিনি বলেন, “সিন্ধু চুক্তি নিয়ে অনেক ভুল তথ্য ছড়ানো হচ্ছে। আসলে আসলে এই চুক্তিতে কিছু বদল দরকার ছিল। এই বিষয়ে গত আড়াই বছর ধরে ভারত বারবার পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করেছে। অনেক নোটিসও পাঠানো হয়েছে।” কোনওবারই পাকিস্তানই সাড়া দেয়নি বলে জানাল ভারত।