
নয়া দিল্লি: ৫০০০ কোটি টাকার রেল প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছে ভারত। ওই প্রকল্পে যুক্ত ছিল বাংলাদেশ। দুই দেশের সংযোগ বাড়ানোর জন্য এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলেই জানা গিয়েছে। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতির কারণে মোদী সরকার এই সিদ্ধান্তক নিয়েছে বলে সূত্রে খবর। মূলত শ্রমিকদের নিরাপত্তার কথা ভেবেই আপাত বন্ধ করে দেওয়া হয়েঠে কাজ।
বাংলাদেশের মধ্যে দিয়ে ভারতও মধ্যভাগ ও উত্তর-পূর্ব ভারত সংযুক্ত হওয়ার কথা ছিল। তবে এবার নেপাল ও ভুটানের মধ্যে দিয়ে বিকল্প রাস্তা খুঁজে বের করার চেষ্টা করেছে রেল মন্ত্রক। শিলিগুড়ি করিডর তথা চিকেনস নেকের উপর দিয়ে যাওয়ার কথা ছিল এই রেল লাইন।
যে তিনটি প্রকল্প বন্ধ করে দেওয়া আছে, সেগুলি হল- আখাউরা-আগরতলা ক্রস বর্ডার রেল লিঙ্ক, খুলনা-মোংলা পোর্ট রেললাইন ও ঢাকা-টংগি-জয়দেবপুর রেলপথ বাড়ানোর কাজ। অন্যান্য় পাঁচ প্রস্তাবিত রেলপথ নিয়ে চলছে সমীক্ষা।
এদিকে, উত্তর প্রদেশ ও বিহারে যে সব রেল লাইন আছে, সেগুলি দ্বিগুণ বা চারগুণ করার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন রেলের এক উচ্চপদস্থ কর্তা। সেগুলিরও কাজ চলছে। ওইসব রুটের সঙ্গে চিকেনস নেকের সংযোগ আছে বলেই জানা গিয়েছে।
নেপাল ও ভুটানের মধ্যে দিয়ে নতুন রেল করিডর খোঁজার চেষ্টা করছে রেল। সে ক্ষেত্রে বাংলাদেশের উপর নির্ভরশীলতা কমবে ভারতের।