India slams Pakistan: ‘ইসলামাবাদের পুরনো অভ্যাস’, পাকিস্তানকে ধুয়ে দিল ভারত

India slams Pakistan: আফগানিস্তান অভিযোগ করেছে, গত বছরের ২৪ ডিসেম্বর পাকটিকা প্রদেশে বিমান হানা চালায় পাকিস্তান। সেই হানায় কমপক্ষে ৫১ জনের মৃত্যু হয়। এর মধ্যে মহিলা ও শিশু রয়েছে।

India slams Pakistan: ইসলামাবাদের পুরনো অভ্যাস, পাকিস্তানকে ধুয়ে দিল ভারত
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল

Jan 06, 2025 | 7:03 PM

নয়াদিল্লি: আফগানিস্তানে বিমান হানা পাকিস্তানের। ইসলামাবাদের এই বিমান হানায় আফগানিস্তানের পঞ্চাশের বেশি সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। এই নিয়ে এবার পাকিস্তানকে কড়া বার্তা দিল ভারত। ‘দ্ব্যর্থহীনভাবে’ এই বিমান হানার নিন্দা করল নয়াদিল্লি। পাকিস্তানের ‘পুরনো অভ্যাস’ তুলে ধরে কটাক্ষও করল ভারত।

আফগানিস্তান অভিযোগ করেছে, গত বছরের ২৪ ডিসেম্বর পাকটিকা প্রদেশে বিমান হানা চালায় পাকিস্তান। সেই হানায় কমপক্ষে ৫১ জনের মৃত্যু হয়। এর মধ্যে মহিলা ও শিশু রয়েছে।

আফগানিস্তানে বিমান হানা নিয়ে সোমবার এক প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “মিডিয়া রিপোর্ট থেকে আফগানিস্তানের মহিলা, শিশু-সহ নাগরিকদের উপর বিমান হানার কথা জেনেছি। বিমান হানায় অনেক অমূল্য প্রাণ চলে গিয়েছে। নিরাপরাধ নাগরিকদের উপর যেকোনও হামলার দ্ব্যর্থহীনভাবে নিন্দা করে আমরা। নিজেদের ব্যর্থতার জন্য প্রতিবেশীকে দায়ী করা ইসলামাবাদের পুরনো অভ্যাস।” আফগান মুখপাত্রের কাছ থেকে এই নিয়ে জানতে পেরেছেন বলে তিনি জানান।

আফগানিস্তানে বিমান হানা পাকিস্তানের-

পড়শি আফগানিস্তানে পাকিস্তানি তালিবানের ঘাঁটি রয়েছে, এই যুক্তিতে গত ২৪ ডিসেম্বর বিমান হানা চালায় পাকিস্তান। পাকিস্তানের সীমান্ত পাকটিকা প্রদেশেরে পার্বত্য এলাকায় বিমান হানা চালানো হয়। সাতটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়। তার মধ্যে অন্যতম লামন। যেখানে একই পরিবারের ৫ জনের মৃত্যু হয়। সবমিলিয়ে পাকিস্তানের বিমান হানায় নারী, শিশু-সহ কমপক্ষে ৫১ জনের মৃত্যু হয়।

এই বিমান হানার পর দুই দেশের সীমান্তে উত্তেজনা বাড়ে। আফগানিস্তান বলে, আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করেছে পাকিস্তান। এর জবাব তারা দেবে বলে হুঁশিয়ারিও দেয়। এরপরই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ও আফগানিস্তানে খোস্ত প্রদেশের সীমান্তে নিরাপত্তারক্ষীদের মধ্যে বিক্ষিপ্ত লড়াইও বাধে।