Indian Air Force: ওর ভয়ে কার্গিলে লেজ গুটিয়েছিল পাকিস্তান, সেই মিগ-২১ নিয়ে বিষাদ বায়ুসেনায়

Indian Air Force: কয়েক বছরের মধ্য়েই বায়ুসেনার মেরুদণ্ড হয়ে ওঠে মিগ। তবে বয়স তো সবারই হয়। মিগেরও হয়েছে। প্রযুক্তি পুরনো হয়েছে। স্বাভাবিক নিয়মেই ঢাকা পড়েছে রাফাল, সুখোইয়ের ভিড়ে।

Indian Air Force: ওর ভয়ে কার্গিলে লেজ গুটিয়েছিল পাকিস্তান, সেই মিগ-২১ নিয়ে বিষাদ বায়ুসেনায়
Image Credit source: Getty Image

|

Jul 22, 2025 | 3:35 PM

নয়াদিল্লি: আকাশ থেকে ‘হারিয়ে যাচ্ছে’ মিগ-২১ যুদ্ধবিমান। ভারতীয় বায়ুসেনার বছর বছরের সঙ্গী একেবারে নিস্ক্রিয় হয়ে যাবে এই বছরের সেপ্টেম্বর থেকেই। তার পরিবর্তে সেই জায়গা নেবে নিমব্লার তেজাস এমকে১এ যুদ্ধবিমান।

বায়ুসেনা তরফে জানা গিয়েছে, এখনও পর্যন্ত মোট ৯০০-এর মিগ-২১ যুদ্ধবিমান ব্যবহার করেছেন জওয়ান ও কমান্ডাররা। বর্তমানে দেশের সবক’টি বিমানঘাঁটি মিলিয়ে মোট ৩৬টি বিমান রয়েছে। তবে বাতিল হয়ে যাওয়ার পর এই বিমানগুলির কী হবে, সেই প্রসঙ্গে কিছু জানা যায়নি।

১৯৬৩ সালে রুশ প্রযুক্তি দ্বারা তৈরি এই যুদ্ধবিমান প্রথম ভারতে আসে। প্রথম দিকে ট্রায়াল রানের ভিত্তিতে এটি চালানো হলেও। কয়েক বছরের মধ্য়েই বায়ুসেনার মেরুদণ্ড হয়ে ওঠে মিগ। তবে বয়স তো সবারই হয়। মিগেরও হয়েছে। প্রযুক্তি পুরনো হয়েছে। স্বাভাবিক নিয়মেই ঢাকা পড়েছে রাফাল, সুখোইয়ের ভিড়ে। বলে রাখা ভাল, বায়ুসেনার এই ‘বাইসন’ পাকিস্তানকে ‘গুঁতো’ মেরেছিল দু’বার। এর ভয়েই কার্গিলে হাত গুটিয়েছিল পাক সেনা।

এদিন সর্বভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-কে এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী জানিয়েছেন, ‘আমরা চলতি বছর থেকেই একেবারের জন্য মিগ ওড়ানো বন্ধ করে দেব। তার পরিবর্তে বায়ুসেনা জওয়ান ও উইং কমান্ডাররা LCA Mark-1A ব্যবহার করবেন।’ অবশ্য একাংশের দাবি, মিগের অবসর চলতি বছরে হলেও, ২০২৩ সালেই এই যুদ্ধবিমানের ফেয়ারওয়েল দিতে দেখা গিয়েছিল বায়ুসেনাকে। এমনকি, ২০২২ সালে বায়ুসেনা জানায়, তিন বছরের মধ্যেই আকাশ থেকে মুছে যাবে এই যুদ্ধবিমান।