Indian Army: ‘সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন বন্ধ করুন’, পাকিস্তানকে কড়া বার্তা ভারতীয় সেনার

Indian Army: সেনা সূত্রে খবর, দুই দেশের (ভারত ও পাকিস্তান) ডিরেক্টর জেনারেল সিকিউরিটি অপারেশনের কথা হয়। ভারতের তরফে কড়া বার্তা দেওয়া হয়, বিনা প্ররোচনায় সীমান্ত ও এলওসি-তে যেভাবে ভারতীয় সেনাকে লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে সেই বিষয়েই কড়া বার্তা দেওয়া হয়েছে।

Indian Army: সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন বন্ধ করুন, পাকিস্তানকে কড়া বার্তা ভারতীয় সেনার
উপত্যকায় তৎপর সেনা।Image Credit source: PTI

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 30, 2025 | 6:23 PM

জম্মু ও কাশ্মীর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন। পহেলগাঁও ঘটনার পর কাউকে রেয়াত করা হবে না। এরপর পাকিস্তানকে কড়া বার্তা দিল ভারতীয় সেনাও। বারংবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। এই আবহের মধ্যে এবার কড়া বার্তা দিল সেনা। দু’তরফের ডিজিএমও পর্যায়ে কথাও হয়েছে।

সেনা সূত্রে খবর, দুই দেশের (ভারত ও পাকিস্তান) ডিরেক্টর জেনারেল সিকিউরিটি অপারেশনের কথা হয়। ভারতের তরফে কড়া বার্তা দেওয়া হয়, বিনা প্ররোচনায় সীমান্ত-এলওসি-তে যেভাবে ভারতীয় সেনাকে লক্ষ্য করে গুলি চালানো হচ্ছে সেই বিষয়েই কড়া বার্তা দেওয়া হয়েছে। সূত্রের খবর, সীমান্তরেখা বরাবর পাকিস্তান সেনাবাহিনী বিনা উস্কানিতে সীমান্ত লঙ্ঘনের বিরুদ্ধে পাকিস্তানকে সতর্ক করেছে ভারত।

উল্লেখ্য, কাশ্মীরে ছাব্বিশ জন পর্যটককে গুলি করে খুন করে জঙ্গিরা। সেই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তের দুই দেশের ভিতরে উত্তেজনা চরমে। এই আবহে নিয়ন্ত্রণরেখায় টানা গুলি চালিয়ে যাচ্ছে পাকিস্তান। মঙ্গলবারও গুলি চালানোর ঘটনা ঘটেছে। এরপর বুধবারও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে তারা। এই নিয়ে টানা ৬দিন নিয়ন্ত্রণরেখায় গুলি চালানোর অভিযোগ উঠল পাকিস্তানের বিরুদ্ধে। প্রতিবারই ভারতের তরফে দেওয়া হয়েছে যোগ্য জবাব।