VIDEO: ভারতের অপারেশনে পাকিস্তানের তছনছ অবস্থা, ভিডিয়ো প্রকাশ করল সেনা

Operation Sindoor: পাকিস্তানের নূর খান এয়ারবেস, রহিমিয়ার খান এয়ারবেসে কতটা ক্ষতি হয়েছে, ভিডিয়ো প্রকাশ করে তা দেখালেন এয়ার মার্শাল এ কে ভারতী। এছাড়া এয়ার মার্শাল দেখালেন পাকিস্তানের পাঠানো চিনা পিএল-১৬ মিসাইল কীভাবে ধ্বংস করা হয়েছে।

VIDEO: ভারতের অপারেশনে পাকিস্তানের তছনছ অবস্থা, ভিডিয়ো প্রকাশ করল সেনা
অপারেশন সিঁদুর সম্পর্কে তথ্য প্রকাশ সেনারImage Credit source: TV9 Bangla

May 12, 2025 | 4:40 PM

নয়া দিল্লি: পাকিস্তানের যা কিছু ক্ষতি হয়েছে, তা ওদের নিজেদের জন্যই। সাংবাদিক বৈঠকে এ কথা স্পষ্ট জানিয়ে দিলেন এয়ার মার্শাল এ কে ভারতী। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এয়ার মার্শাল এ কে ভারতী জানালেন, পাকিস্তানের একাধিক সেনাঘাঁটিতে প্রবল ক্ষতি হয়েছে ভারতের এই অভিযানে। ভিডিয়োও প্রকাশ করা হয় সেনার তরফে।

এয়ার মার্শাল এ কে ভারতী বলেন, “আমাদের লড়াই ছিল জঙ্গিদের বিরুদ্ধে। পাকিস্তানের সেনার সঙ্গে নয়। কিন্তু আফশোষটা হল, পাক সেনা জঙ্গিদের হয়ে ময়দানে নেমে পড়ল। জঙ্গিদের পাশে দাঁড়ানোটাই ঠিক বলে মনে করল।” তাই পাকিস্তানের যা কিছু ক্ষতি হল, তার জন্য পাকিস্তানকেই দায়ী করলেন এয়ার মার্শাল।

এরপর এয়ার মার্শাল উল্লেখ করেন, পাকিস্তান যে যে ভাবে আঘাত করার চেষ্টা করেছিল সবটাই প্রতিহত করা হয়েছে। ভারতের কোনও সেনাঘাঁটিতে কোনও ক্ষতি করতে পারেনি পাকিস্তান। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা ছিল বহুস্তরীয়। একটি স্তর পার করতে পারলেও পরবর্তী স্তরে আটকে যায় পাকিস্তানের পাঠানো ড্রোন-মিসাইল।

পাকিস্তানের নূর খান এয়ারবেস, রহিমিয়ার খান এয়ারবেসে কতটা ক্ষতি হয়েছে, ভিডিয়ো প্রকাশ করে তা দেখালেন এয়ার মার্শাল এ কে ভারতী। এছাড়া এয়ার মার্শাল দেখালেন পাকিস্তানের পাঠানো চিনা পিএল-১৬ মিসাইল কীভাবে ধ্বংস করা হয়েছে। তার টুকরোগুলোও দেখানো হল স্ক্রিনে। পাকিস্তানের পাঠানো একটি রকেটের টুকরোও দেখানো হল। সেই সঙ্গে ভারতীয় সেনা এদিন স্পষ্ট করে দিয়েছে, ভারতের কোনও সেনাঘাঁটিতেই কোনও ক্ষতি হয়নি। কোনও অপারেশন হলে, সেনা তার জন্য তৈরি আছে বলেও জানানো হয়েছে।