
নয়াদিল্লি: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের (AIIA)। এআইআইএ সভাপতি সাজিদ রশিদ বললেন, মুসলিমরা প্রস্তুত। সরকারি অনুমতি দিলেই পাকিস্তানে ঢুকে মেরে আসবেন তাঁরা। সন্ত্রাসে মদত দেওয়ার বদলে নিজেদের পরিস্থিতি শুধরানোর দিকে নজর দিতে পাকিস্তানকে বার্তা দিলেন তিনি।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। বেছে বেছে হিন্দু পর্যটকদের গুলি চালানো হয়। মৃত্যু হয় ২৬ জনের। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করে। যারা লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরই পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে ভারত। সিন্ধু জলচুক্তি স্থগিত করে। ভারত থেকে সমস্ত পাকিস্তানের নাগরিককে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতের এই সিদ্ধান্তের পর নয়াদিল্লিকে চমকানোর চেষ্টা করে ইসলামাবাদ। পাকিস্তানের মন্ত্রী হানিফ আব্বাসি হুমকি দেন, শুধুমাত্র ভারতের জন্য ১৩০টি পরমাণু মিসাইল প্রস্তুত রাখা হয়েছে।
ভারতকে চমকানোর চেষ্টার পরই পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি। সাজিদ রশিদি বলেন, “জলের উপর সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে। এর ফলে এক ফোঁটা জলের জন্য আপনারা যে হাপিত্যেশ করবেন, তার কথা ভাবুন। পাকিস্তানের এত দম নেই যে তারা হিন্দুস্তানের দিকে চোখ তুলে তাকাবে। পাকিস্তান প্রথমে নিজেদের পরিস্থিতি শুধরে নিক। ওখানে গৃহযুদ্ধ এতটাই তীব্র যে শিয়া-সুন্নি পরস্পরকে দেখতে পারে না। নিজেদের একাজ বন্ধ করো। না হলে ভারতের মুসলমান তাদের এই গতিবিধি খতম করতে প্রস্তুত। সরকার অনুমতি দিলে পাকিস্তানে ঢুকে মারব। তখন দেখব জিহাদ কাকে বলে।”