Indian Navy Fires: ‘প্রস্তুত ভারত…’, বলেই আরব সাগর থেকে ব্রহ্মস ছুড়ল নৌসেনা, পড়ল কোথায়?

Indian Navy Fires: এবার সেই আরব সাগর থেকেই হুঁশিয়ারি ভারতীয় নৌসেনার। রবিবার সেখানে বিশেষ মহড়া ছিল ভারতীয় নৌসেনার। ইতিমধ্য়েই যার একাধিক ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে সমাজমাধ্যমজুড়ে।

Indian Navy Fires: প্রস্তুত ভারত..., বলেই আরব সাগর থেকে ব্রহ্মস ছুড়ল নৌসেনা, পড়ল কোথায়?
ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারতীয় নৌসেনাImage Credit source: PTI

|

Apr 27, 2025 | 3:26 PM

নয়াদিল্লি: চুপ করে নেই ভারত। রবিবার একটি ভিডিয়ো পোস্ট করে সেই কথাটাই মনে করিয়ে দিল ভারতীয় নৌসেনা। পহেলগাঁওয়ের ঘটনার পর থেকে করাচি বন্দরে নড়ন-চড়ন বাড়িয়েছে পাকিস্তান নৌসেনা। এমনকি, আবহ যখন বারংবার যুদ্ধের দিকে ইঙ্গিত দিচ্ছে, সেই পরিস্থিতিতে করাচিতে একটি মহড়াও করে পাক-সেনা।

পাইনল্যাব, ওনটু আর্থের মতো বেশ কিছু সংস্থার উপগ্রহ চিত্র থেকে সেটা স্পষ্ট। এই উপগ্রহ চিত্রগুলো বিশ্লেষণ করে সেনাকর্তারা দেখেছেন, পাক জলসীমায় যুদ্ধজাহাজের আনাগোণা হঠাত্‍ করে বেড়ে গিয়েছে। বিশেষত আরব সাগরে।

এবার সেই আরব সাগর থেকেই হুঁশিয়ারি ভারতীয় নৌসেনার। রবিবার সেখানে বিশেষ মহড়া ছিল ভারতীয় নৌসেনার। ইতিমধ্য়েই যার একাধিক ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে সমাজমাধ্যমজুড়ে। দূরে ঘাপটি মেরে বসে থাকা শত্রু জাহাজ কীভাবে গুঁড়িয়ে দিতে পারে নৌসেনা, সেই মহড়া করতেই আরব সাগরে জড়ো হয়েছিল একাধিক যুদ্ধজাহাজ। পরপর ছোড়া হয় ব্রহ্মস ক্ষেপণাস্ত্র।

মাঝসমুদ্র থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার সেই ভিডিয়ো নিজেদের সমাজমাধ্যমে পোস্ট করেছে ভারতীয় নৌসেনাও। পাশাপাশি, তারা লিখেছে, ‘ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজগুলি নিয়ে দূর পর্যন্ত কীভাবে শত্রু নিধন করে, সেই নিয়েই ছিল মহড়া। এমনকি, এই মহড়া আমাদের প্রস্তুতিকেও সুনিশ্চিত করছে।’ পাশাপাশি, যুদ্ধের জন্য যে নৌসেনা প্রস্তুত সেই ইঙ্গিতটাও দিয়ে তাদের সংযোজন, ‘ভারতীয় নৌসেনা যে কোনও সময়, যে কোনও জায়গায় ভারতের সামুদ্রিক স্বার্থ ও নিরাপত্তাকে রক্ষা করতে তৈরি।’