Indian Navy: ‘যে কোনও সময়…’, পরপর দাঁড়িয়ে যুদ্ধজাহাজ, ‘মিশন রেডি’ বলল ভারতীয় নৌসেনা

Indian Navy: ইতিমধ্যেই কূটনৈতিক ক্ষেত্রে জবাব দিয়েছে ভারত। স্থগিত করে দেওয়া হয়েছে সিন্ধু চুক্তি। বন্ধ করে দেওয়া হয়েছে আটারি সীমান্ত। শুধু তাই নয়, ভারত থেকে সব পাকিস্তানিকে বের করে দেওয়ার বার্তা দিয়েছে নয়া দিল্লি।

Indian Navy: যে কোনও সময়..., পরপর দাঁড়িয়ে যুদ্ধজাহাজ, মিশন রেডি বলল ভারতীয় নৌসেনা
Image Credit source: twitter

Apr 26, 2025 | 1:21 PM

নয়া দিল্লি: পহেলগামে নারকীয় হামলায় মৃত্য়ু হয়েছে ২৬ জন নিরপরাধ মানুষের। দেশ জুড়ে বদলার আর্জি জানাচ্ছেন সাধারণ মানুষ। পাক জঙ্গি সংগঠন লাইন অব কন্ট্রোল পার করে হামলা চালাল কীভাবে! তা বুঝে নিতে শুরু হয়েছে চূড়ান্ত তৎপরতা। তল্লাশি চলছে কাশ্মীর জুড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও স্পষ্ট করে দিয়েছেন, পহেলগাঁও হামলার প্রত্যুত্তর ভারত দেবেই। এরই মধ্যে ভারতীয় নৌসেনার পোস্ট ঘিরে জল্পনা।

ভারতীয় নৌসেনা এক্স মাধ্যমে একটি পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে, পরপর পাঁচটি যুদ্ধজাহাজ দাঁড়িয়ে আছে জলে। ক্যাপশনে লেখা, ‘Power in unity; Presence with Purpose’। সঙ্গে লেখা #MissionReady #AnytimeAnywhereAnyhow। এই পোস্টে আদতে পাকিস্তানকে প্রচ্ছন্ন বার্তা দেওয়া হয়েছে বলেই মনে করছেন অনেকেই।

ইতিমধ্যেই কূটনৈতিক ক্ষেত্রে জবাব দিয়েছে ভারত। স্থগিত করে দেওয়া হয়েছে সিন্ধু চুক্তি। বন্ধ করে দেওয়া হয়েছে আটারি সীমান্ত। শুধু তাই নয়, ভারত থেকে সব পাকিস্তানিকে বের করে দেওয়ার বার্তা দিয়েছে নয়া দিল্লি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন।

এদিকে, কাশ্মীরে খুঁজে খুঁজে সব জঙ্গিদের বাড়ি গুঁড়িয়ে দিচ্ছে সেনাবাহিনী। পহেলগাঁও হামলায় জড়িত যে জঙ্গিদের নাম সামনে আসছে, তাদের বাড়িও গুঁড়িয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই।