INS Tamal: রেডারেই ধরা পড়বে না, ভারতীয় নৌবাহিনীতে এবার কামাল দেখাবে ‘তামাল’

INS Tamal: এই যুদ্ধজাহাজের ২৬ শতাংশ যন্ত্রাংশ ভারতে তৈরি। যার মধ্যে রয়েছে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের মতো মারাত্মক প্রযুক্তি। এটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, ভারী টর্পেডো, সাবমেরিন রকেট এবং বেশ কয়েকটি রেডার দিয়ে সজ্জিত।

INS Tamal: রেডারেই ধরা পড়বে না, ভারতীয় নৌবাহিনীতে এবার কামাল দেখাবে তামাল
ভারতীয় নৌসেনায় যুক্ত হচ্ছে তামাল যুদ্ধজাহাজ

Jun 22, 2025 | 6:23 PM

নয়াদিল্লি: শক্তি বাড়ছে ভারতীয় নৌসেনার। শীঘ্রই একটি নতুন এবং আধুনিক যুদ্ধজাহাজ পেতে চলেছে। যুদ্ধজাহাজটির নাম ‘তামাল’। আগামী ১ জুলাই রাশিয়ার কালিনিনগ্রাদ শহরে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হবে এই যুদ্ধজাহাজ। সেখানে এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিম নৌ কমান্ডের প্রধান ভাইস অ্যাডমিরাল সঞ্জয় জে সিং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

‘তামাল’-র বিশেষত্ব-

  • তামাল একটি স্টিলথ (শত্রুপক্ষের রেডারে ধরা পড়বে না) এবং বহুমুখী যুদ্ধজাহাজ।
  • এটি রাশিয়া থেকে প্রাপ্ত ক্রিভাক ক্লাসের রণতরী সিরিজের অষ্টম এবং শেষ যুদ্ধজাহাজ।
  • এটি তুশিল ক্লাসের অংশ, যা পূর্ববর্তী তালওয়ার এবং টেগ ক্লাসের চেয়েও আধুনিক।
  • ভারতের গোয়া শিপইয়ার্ডে এই জাতীয় দুটি যুদ্ধজাহাজ তৈরি করছে, যেখানে রাশিয়া থেকে প্রযুক্তিগত সহায়তা পাওয়া যাচ্ছে।

‘তামাল’-এ কী কী রয়েছে?

  • এই যুদ্ধজাহাজের ২৬ শতাংশ যন্ত্রাংশ ভারতে তৈরি। যার মধ্যে রয়েছে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের মতো মারাত্মক প্রযুক্তি।
  • এটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, ভারী টর্পেডো, সাবমেরিন রকেট এবং বেশ কয়েকটি রেডার দিয়ে সজ্জিত।
  • এই যুদ্ধজাহাজে হেলিকপ্টার অপারেশন সুবিধা, ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা এবং নেটওয়ার্ক-ভিত্তিক যুদ্ধ প্রযুক্তিও রয়েছে।
  • এটি প্রায় ১২৫ মিটার লম্বা এবং ৩৯০০ টন ওজনের এবং এর গতি ৩০ নটেরও বেশি (৩০ নট মানে ঘণ্টায় প্রায় ৫৬ কিলেমিটার)।

‘তামাল’ একটি যৌথ ভারত-রাশিয়া নকশা দ্বারা ডিজাইন করা হয়েছে। এতে ৩৩টিরও বেশি ভারতীয় সরঞ্জাম এবং সিস্টেম স্থাপন করা হয়েছে। রাশিয়ায় থাকাকালীন ভারতের যুদ্ধজাহাজ তত্ত্বাবধানকারী দল এর নির্মাণে নজর রেখেছিল।

এই যুদ্ধজাহাজের নাম কেন ‘তামাল’ রাখা হল?

পৌরাণিক কাহিনি অনুসারে যুদ্ধে দেবরাজ ইন্দ্র যে তরবারি ব্যবহার করতেন তার নাম ছিল তামাল। পৌরাণিক কাহিনির ওই তরবারির নামেই ভারতীয় এই যুদ্ধজাহাজের নাম রাখা হয়েছে। এর প্রতীকটি ভারতীয় পৌরাণিক কাহিনির ‘জাম্ববান’ এবং রাশিয়ার জাতীয় পশু বাদামি ভালুকের সংমিশ্রণে তৈরি। এই যুদ্ধজাহাজে থাকা নৌসেনারা নিজেদের ‘দ্য গ্রেট বিয়ারস’ বলে সম্বোধন করেন। এই যুদ্ধজাহাজের মূলমন্ত্র হল ‘সর্বদা সর্বত্র বিজয়’। যা নৌবাহিনীর শক্তি এবং সংকল্পকে প্রতিফলিত করে।

‘তামাল’-কে কোথায় মোতায়েন করা হবে?

অন্তর্ভুক্তির পর এই যুদ্ধজাহাজ ভারতীয় নৌবাহিনীর পশ্চিমাঞ্চলীয় নৌবহরের অংশ হয়ে উঠবে। যাকে ‘তলোয়ার বাহিনী’ বলা হয়। এটি ভারতীয় নৌবাহিনীর শক্তি আরও জোরদার করবে এবং ভারত-রাশিয়া বন্ধুত্বের আর একটি উদাহরণ হয়ে উঠবে।