চাল-গম নয়, ভারতীয়রা কোথায় খরচ করছে, জানলে চমকে যাবেন

Dec 29, 2024 | 10:32 PM

বিশ্লেষকরা বলছেন, অদূর ভবিষ্যতে খরচের ধরনটা বদলে যাবে। সাধারণ মানুষ আর খাবারের পিছনে খরচ করবে না।

চাল-গম নয়, ভারতীয়রা কোথায় খরচ করছে, জানলে চমকে যাবেন
Image Credit source: Meta AI

Follow Us

নয়া দিল্লি: প্রাত্যহিক জীবনে খরচ বাড়ছে ক্রমশ। খাবার ছাড়া অন্য ক্ষেত্রে খরচ অনেক বেশি বাড়ছে ভারতীয় পরিবারগুলিতে। এক সমীক্ষায় উঠে এসেছে এমনই তথ্য। গ্রাম ও শহরের মধ্যে ফারাক কমার ফলে এই চিত্র উঠে আসছে।

২০২৩-এর অগস্ট থেকে শুরু করে ২০২৪-এর জুলাই মাসের মধ্যে এই সমীক্ষা চালানো হয়েছিল। তাতে দেখা গিয়েছে নন-ফুড অর্থাৎ খাদ্যদ্রব্যের বাইরে অন্য়ান্য ক্ষেত্রে ৫৩ শতাংশ খরচ হচ্ছে গ্রামাঞ্চলে, ২০১১-১২ সালে যা ছিল ৪৩ শতাংশ। আর শহরাঞ্চলে এই খরচ প্রায় ৫৭ শতাংশ।

এই নন-ফুড আইটেমের মধ্যে পড়ছে যাতায়াত, পোশাক, বিনোদন। এই সব ক্ষেত্রে শহর, গ্রাম সব জায়গাতেই খরচ বেড়েছে। একই সঙ্গে আরও জানা গিয়েছে যে চাল ও গমের জন্য খরচ কমেছে অনেকটাই। এর ফলে খরচের প্যাটার্ন বদলে গিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, অদূর ভবিষ্যতে খরচের ধরনটা বদলে যাবে। সাধারণ মানুষ আর খাবারের পিছনে খরচ করবে না।

অন্যদিকে, খরচ কোথায় কতটা বাড়ছে, তারও একটি হিসেব সামনে এসেছে। গ্রামাঞ্চলে খরচ বেড়েছে ৯.৫৫ শতাংশ। আর শহরে সাধারণ মানুষের খরচ বেড়েছে ৮.৩১ শতাংশ। মূল্যবৃদ্ধি হওয়ায় গ্রামে খরচ বেড়েছে ৩.৫ শতাংশ আর শহরে ৫.৫ শতাংশ।

Next Article