
নয়া দিল্লি: দূরপাল্লার ট্রেনে টিকিট পেতে কালঘাম ছুটে যায় বহু যাত্রীর। টিকিট কোনও ক্রমে পাওয়া গেলেও তা নিশ্চিত হওয়ার সম্ভাবনা থাকে কম। ফলে যাত্রার সময় এগিয়ে এলেও অনেক ক্ষেত্রে নিশ্চিত হওয়া যায় না। তবে কিছু নিয়ম মেনে টিকিট কাটলে অসুবিধা হয় না। সফরের পরিকল্পনা করতেও সুবিধা হয়। সেই বিষয়গুলি মাথায় রাখা প্রয়োজন।
১. যত দ্রুত সম্ভব টিকিট বুক করুন। ৬০ দিন আগে থেকে টিকিট বুক করলে নিশ্চিত টিকিট পাওয়ার সম্ভাবনা বাড়ে।
২. একাধিক ডিভাইস থেকে টিকিট বুক করার চেষ্টা করুন। একই সঙ্গে একাধিক মোবাইল থেকে চেষ্টা করতে থাকলে সুবিধা হবে যাত্রীদের।
৩. যদি আপনি আপনার পছন্দের ট্রেনে জায়গা না পান, তাহলে অন্য ট্রেনে বা অন্য ক্লাসে টিকিট কাটার চেষ্টা করুন।
৪. IRCTC অ্যাপ ব্যবহার করুন। IRCTC অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে, আপনি সহজেই জানতে পারবেন, কোন ট্রেনে রয়েছে ফাঁকা আসন। রেন।
৭. IRCTC-র SMS পরিষেবাটি ব্যবহার করুন। এই পরিষেবায় আপনি এসএমএস-এর মাধ্যমে জানতে পারবেন টিকিট উপলব্ধ আছে না নেই। এভাবেই আপনার টিকিট পেতে সুবিধা হবে।
৮. টিকিট ব্যবহার করার জন্য কোনও এজেন্টের সঙ্গে যোগাযোগ করুন।