AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Deactivated Account: বন্ধ হয়ে গিয়েছে ৩ কোটিরও বেশি অ্যাকাউন্ট! আপনার অ্যাকাউন্ট আছে তো?

Indian Railways: তৎকাল বুকিংয়ের ক্ষেত্রে নিয়মে বিরাট কড়াকড়ি এনেছে ভারতীয় রেলওয়ে। ওটিপি ভেরিফিকেশন ছাড়া কোনওভাবেই অনলাইনে কাটা যাবে না তৎকাল টিকিট। বর্তমানে দেশের ৩২২টি ট্রেনের তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আধার ভিত্তিক ওটিপি ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। 

Deactivated Account: বন্ধ হয়ে গিয়েছে ৩ কোটিরও বেশি অ্যাকাউন্ট! আপনার অ্যাকাউন্ট আছে তো?
প্রতীকী চিত্র।Image Credit: Pixabay
| Updated on: Dec 15, 2025 | 11:44 AM
Share

নয়া দিল্লি: ট্রেনের টিকিট কাটায় আর কোনও জালিয়াতি নয়। বিশেষ করে তৎকাল বুকিংয়ের ক্ষেত্রে নিয়মে বিরাট কড়াকড়ি এনেছে ভারতীয় রেলওয়ে (Indian Railways)। ওটিপি ভেরিফিকেশন (OTP Verification) ছাড়া কোনওভাবেই অনলাইনে কাটা যাবে না তৎকাল টিকিট। বর্তমানে দেশের ৩২২টি ট্রেনের তৎকাল টিকিট বুকিংয়ের (Tatkal Ticket Booking) ক্ষেত্রে আধার ভিত্তিক ওটিপি ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। 

সম্প্রতি সংসদে ভারতীয় রেলওয়ের টিকিট বুকিং সিস্টেম নিয়েই প্রশ্ন তোলা হয়েছিল। সেই প্রশ্নের জবাবে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, রেলওয়ে টিকিট বুকিং সিস্টেমে কড়াকড়ি আনতে ট্রেনের তৎকাল বুকিংয়ের ক্ষেত্রে আধার ভিত্তিক ওটিপি ভেরিফিকেশনের ব্যবস্থা করা হয়েছে, যা ধাপে ধাপে সমস্ত ট্রেনে চালু করা হচ্ছে।

৪ ডিসেম্বর পর্যন্ত দেশের ৩২২টি ট্রেনে আধার ভিত্তিক ওটিপি ভেরিফিকেশন সিস্টেম চালু হয়েছে। রেলমন্ত্রী আরও জানিয়েছেন যে আইআরসিটিসি-র সমস্ত অ্যাকাউন্টের ভেরিফিকেশন ও রিভ্যালিডেশন করা হয়েছে। ৩.০২ কোটি সন্দেহজনক অ্যাকাউন্ট আইডি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। 

রেলের টিকিট বুকিংয়ে জালিয়াতি রুখতে আনা হয়েছে অ্যাকামাই (Akamai)-র মতো অ্যান্টি বট টুল। এতে অটোমেটেড স্ক্রিপ্ট ব্লক হয়ে যায়। সন্দেহজনক পিএনআর(PNR)গুলির বিরুদ্ধে ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালে অভিযোগও দায়ের করা হয়েছে। রেলমন্ত্রী জানান, এর জেরে এখন ৯৬টি ট্রেনে তৎকাল বুকিংয়ে টিকিট কনফার্মেশন ৯৫ শতাংশে পৌঁছেছে। অর্থাৎ ৯৫ শতাংশ গ্রাহকই কনফার্ম টিকিট পাচ্ছেন

আধার ওটিপি ভেরিফিকেশন সিস্টেম কী?

সম্প্রতিই তৎকাল বুকিংয়ের ক্ষেত্রে আধার ভিত্তিক ওটিপি ভেরিফিকেশন সিস্টেম চালু করেছে। আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা ফোন নম্বর দিয়েই একমাত্র তৎকাল টিকিট বুক করা যাবে, কারণ বুকিংয়ের ওটিপি আসবে ওই ফোন নম্বরে। ভুয়ো বা নকল আইআরসিটিসি (IRCTC) অ্যাকাউন্ট বন্ধ করতেই এই নিয়ম চালু করা হয়েছে। অনেক সময়ই এজেন্টরা বট বা ফেক অ্যাকাউন্ট দিয়ে বুকিং করে, যার কারণে সাধারণ মানুষ বুকিংয়ের সুযোগ পান না।