Subhangshu Sukla: ভারতীয়ের মহাকাশ-জয়! ১৮ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন শুভাংশু শুক্লা

Subhangshu Sukla: রাকেশ শর্মার পর শুভাংশু শুক্লা। দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী হিসেবে এই ঐতিহাসিক সফর করলেন শুভাংশু।

Subhangshu Sukla: ভারতীয়ের মহাকাশ-জয়! ১৮ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন শুভাংশু শুক্লা

Jul 15, 2025 | 3:33 PM

ওয়াশিংটন: আন্তর্জাতিক স্পেস স্টেশনে ১৮ দিন কাটানোর পর অবশেষে পৃথিবীর মাটিতে ফিরলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা। সান দিয়েগোতে নামল তাঁদের মহাকাশযান। শুভাংশুর সাফল্যে উচ্ছ্বসিত তাঁর পরিবার।

অ্য়াক্সিয়ম ৪ মহাকাশযাত্রায় শুভাংশুর সঙ্গী ছিলেন আরও তিনজন মহাকাশচারী। ১৮ দিনের সফর শেষে ড্রাগন গ্রেস স্পেসক্রাফটে চাপেন ওই চার মহাকাশচারী। সোমবার বিকেলে যাত্রা শুরু করেন তাঁরা। ২২ ঘণ্টা যাত্রা করে পৃথিবীতে পৌঁছলেন তাঁরা।

১৪ দিনের গবেষণার পর গত ১০ জুলাই তাদের পৃথিবীতে ফেরার কথা থাকলেও, তা বিশেষ কারণে পিছিয়ে যায়। অবশেষ সোমবার, ১৪ জুলাই বিকেল সাড়ে ৪টে নাগাদ আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীর উদ্দেশে রওনা হন তাঁরা। অবশেষে ক্যালিফোর্নিয়ার উপকূলে হল স্প্ল্যাশডাউন।

বিদায় বার্তায় ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা দেশের উন্নতির প্রশংসা করেন এবং মহাকাশচারী রাকেশ শর্মার কথার সূত্র ধরেই বলেন, “মহাকাশ থেকে ভারত এখনও সব দেশের থেকে সেরা লাগে।”