
কোচি: দেশের একাধিক শহরে রয়েছে মেট্রো রেল। তবে এবার এক অভিনব ট্রেন আসছে ভারতে। সব ঠিক থাকলে শীঘ্রই চালানো হবে দেশের প্রথম লাইট ট্রাম সিস্টেম। কোচি মেট্রো রেল লিমিটেড এই নতুন এই ট্রেন চালাবে বলে জানা যাচ্ছে। এই ট্রেনের খরচ যেমন কম, তেমনই এটি পরিবেশ বান্ধবও বটে।
কোচি শহরের মধ্যে এক জায়গা থেকে অন্য় জায়গার যোগাযোগ পোক্ত করতে এই মেট্রো চালু হচ্ছে। কেএমআরএল বোর্ডের ডিরেক্টররা ইতিমধ্যেই অনুমতি দিয়ে দিয়েছেন। এবার পুরো প্রজেক্ট দেখানো হবে রাজ্য সরকারকে। টাকা বরাদ্দ হলেই শুরু হবে কাজ।
KMRL-এর এক অফিসার জানিয়েছেন, বোর্ড ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে। প্রথমে ৬.২ কিলোমিটার রুটে চালু হবে সেই ট্রেন। এর আগে অস্ট্রেলিয়া, ব্রিসবেন শহরে এই ট্রেন চালু হয়েছে। সেখানকার একটি টিম কোচিতে ঘুরেও গিয়েছেন ইতিমধ্যেই। কেএমআরএল আপাতত এই বিষয়ে আলোচনা করছে।
এই প্রস্তাবে কেরল সরকার অনুমোদন দিলে, তা পাঠানো হবে দিল্লিতে। সেখান থেকে অনুমোদন এলে কাজ শুরু হবে।
লাইট ট্রাম হল এমন একটি ট্রেন, যা ট্রামের প্রযুক্তি ব্যবহার করে। সাধারণ ট্রেনের তুলনায় এর ওজন কম, বহন ক্ষমতা কম, গতিও কম। তবে এই ট্রেনের ক্ষেত্রে খরচ অনেক কম।