
রেটিংটা একটু দিয়ে দেবেন? গোটা দিনে একবারের জন্যও হলেও এই বাক্য প্রায় প্রত্যেকের দিকে ধেয়ে আসে নিশ্চয়ই। খাবার অর্ডার হোক বা অন্য কোনও সামগ্রী হাতের মুঠোফোনে জাস্ট একটা ক্লিক। লাল বা কমলা পোশাক পরা দু’চাকার সওয়ারিরা চলে আসবেন আপনার কাছে। এটাই আজকের যন্ত্রসম জীবনযাপনে ‘গিগ’ কর্মীদের ছবি। অন্যান্য ই-কমার্স পণ্যের ডেলিভারির সঙ্গে এই কর্মীদের ফারাক রয়েছে। তাঁদের প্রতিশ্রুতি পূরণের সময় মাত্র ১০ মিনিট। যা তাঁদের প্রতি মুহুর্তে টেনে আনে পাহাড়ের অপরিচিত কিনারায়। আচ্ছা, এই ১০ মিনিটের ডেলিভারি কি এবার বন্ধের সময় এসেছে? সংসদে এই নিয়ে কিন্তু আলোচনা চলছে। যন্ত্রসম জীবন বর্তমানে যে সকল সংস্থা এই গিগ কর্মীদের নিয়োগ করেন, তাঁরা প্রত্যেকেই কাজের প্রথম দিনে একটি বিষয় স্পষ্ট করে দেন। ডেলিভারি কর্মীদের...