Narayana Health: আন্তর্জাতিক ক্ষেত্রেও পরিষেবা দেবে ‘নারায়ণা হেল্থ’, UK-র সংস্থার সঙ্গে হাত মেলাল ভারতীয় প্রতিষ্ঠান

Narayana Health: নারায়ণা হেল্থ-এর প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান, চিকিৎসক দেবী প্রসাদ শেট্টি জানিয়েছেন, অনেক মানুষ টাকার জন্য স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হন। খুব কম মানুষই পরিষেবা পেতে পারেন। তিনি বলেন, "আমরা চাই বেসরকারি প্রতিষ্ঠানে আরও বেশি মানুষ পরিষেবা পাক। আরও বেশি মানুষকে সাহায্য করতে চাই।"

Narayana Health: আন্তর্জাতিক ক্ষেত্রেও পরিষেবা দেবে নারায়ণা হেল্থ, UK-র সংস্থার সঙ্গে হাত মেলাল ভারতীয় প্রতিষ্ঠান
ফাইল ছবিImage Credit source: Narayana Health Website

Nov 03, 2025 | 7:09 PM

কলকাতা: সাধারণ মানুষকে যথাযথ পরিষেবা দিতে এবার ইউকে-র এক সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধল ‘নারায়ণা হেল্থ’। ইউকে-র ‘প্র্য়াকটিস প্লাস’ গ্রুপের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে নারায়ণা হেল্থ। ইউকে-তে ১২টি হাসপাতাল ও সার্জিক্যাল সেন্টার রয়েছে সংশ্লিষ্ট গ্রুপের। এই উদ্যোগের ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের বিস্তার বাড়াল নারায়ণা। উল্লেখ্য, রেভিনিউ-র হিসেবে ভারতের তৃতীয় বৃহত্তম স্বাস্থ্য প্রতিষ্ঠান এটি।

সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, ইউকে-র বেসরকারি হাসপাতাল গ্রুপের পঞ্চম বৃহত্তম হাসপাতাল গ্রুপ হল এই প্র্যাকটিস প্লাস। প্রতি বছর এই সংস্থায় অন্তত ৮০,০০০ সার্জারি হয়। দুই সংস্থারই উদ্দেশ্য হল, সাধারণ মানুষকে সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া।

নারায়ণা হেল্থ-এর প্রতিষ্ঠাতা তথা চেয়ারম্যান, চিকিৎসক দেবী প্রসাদ শেট্টি জানিয়েছেন, অনেক মানুষ টাকার জন্য স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হন। খুব কম মানুষই পরিষেবা পেতে পারেন। তিনি বলেন, “আমরা চাই বেসরকারি প্রতিষ্ঠানে আরও বেশি মানুষ পরিষেবা পাক। আরও বেশি মানুষকে সাহায্য করতে চাই।”

প্র্যাকটিস প্লাস সংস্থার চিফ এক্সিকিউটিভ জিম ইসটন বলেন, “উচ্চমানের চিকিৎসা দেওয়ার জন্য় সুনাম রয়েছে নারায়ণা হেল্থের। নারায়ণা হেল্থ সঙ্গে থাকলে প্র্যাকটিস প্লাসের সার্জিক্যাল সেন্টারগুলির আরও উন্নয়ন হবে।”

ড. দেবী শেট্টির সংস্থার নারায়ণা হেল্থের হেডকোয়ার্টার বেঙ্গালুরুতে। ভারতের সবথেকে বড় স্বাস্থ্য় পরিষেবা প্রদানকারীদের মধ্যে একটি এই সংস্থা। এই সংস্থায় কাজ করেন ৩,৮৬৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক।