Waqf Inspection: কোথায় কত ওয়াকফ সম্পত্তি? প্রথম রাজ্য হিসাবে বাংলার অদূরেই শুরু সমীক্ষা

Waqf Inspection: ইতিমধ্য়েই নয়াদিল্লি থেকে ছত্তীসগঢ়ে এসেছে দশজনের একটি সরকারি আধিকারিকের দল। বৃহস্পতিবার থেকেই সেখানে শুরু হয়ে গিয়েছে সকল ওয়াকফ জমি ও সম্পত্তির সমীক্ষা।

Waqf Inspection: কোথায় কত ওয়াকফ সম্পত্তি? প্রথম রাজ্য হিসাবে বাংলার অদূরেই শুরু সমীক্ষা
প্রতীকী ছবিImage Credit source: PTI

|

Apr 12, 2025 | 5:26 PM

রায়পুর: ওয়াকফকে কেন্দ্র করে দেশজুড়ে উত্তাল পরিস্থিতি। রাষ্ট্রপতির পেনের ‘খোঁচায়’ বিল থেকে আইনে পরিণত হয়েছে ওয়াকফ (সংশোধিত)। তারপর থেকে বাংলা-সহ দেশের একাধিক রাজ্যে চড়েছে পারদ। ঘাত-প্রত্যাঘাত, বিক্ষোভ, স্লোগান সব মিলিয়ে কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি। এবার সেই অশান্তির ঝাঁঝ নিয়েই শুরু ওয়াকফ সম্পত্তির সমীক্ষা।

ইতিমধ্য়েই নয়াদিল্লি থেকে ছত্তীসগঢ়ে এসেছে দশজনের একটি সরকারি আধিকারিকের দল। বৃহস্পতিবার থেকেই সেখানে শুরু হয়ে গিয়েছে সকল ওয়াকফ জমি ও সম্পত্তির সমীক্ষা। জানা গিয়েছে, দেশের প্রথম রাজ্য হিসাবেই সেখানে শুরু হয়েছে সমীক্ষা। যেখানে কেন্দ্রীয় কর্তাদের সঙ্গে যোগদান করেছিলেন রাজ্যের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান সালিম রাজও।

এদিন রায়পুরের ফতেহ শাহ বাজার সংলগ্ন এলাকায় চলে ওয়াকফ-সমীক্ষা। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, রাজ্যের ওয়াকফ সম্পত্তিগুলির মধ্যে এই বাজার ও সেই সংলগ্ন এলাকা অন্যতম। তাই ওই এলাকা হয়ে সমীক্ষা শুরু করেন কেন্দ্রীয় কর্তারা।

এই প্রসঙ্গে ছত্তীসগঢ়ে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান জানাচ্ছেন, ‘আমরা সরকারের উদ্যোগকে সমর্থন জানাই। এর ফলে ওয়াকফ সম্পত্তি রক্ষা ও পরিচালনা করে আগের থেকে সহজ হবে। এমনকি, যে সকল ত্রুটি রয়েছে সেগুলিকেও মেটানো যাবে।’ তবে বাংলার অদূরে ওয়াকফ-সমীক্ষা মিটলেও, তা বাংলায় হবে না বলে আগেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট লিখে তিনি জানিয়েছেন, ‘আমরা এই আইনকে সমর্থন করিনা। এই আইন আমাদের রাজ্যে লাগুও হবে না। ‘