এবার থেকে বালিও যেতে পারবেন IRCTC-র প্যাকেজে, জেনে নিন কত খরচ

IRCTC:

এবার থেকে বালিও যেতে পারবেন IRCTC-র প্যাকেজে, জেনে নিন কত খরচ
ফাইল চিত্র।Image Credit source: TV9 বাংলা

Jul 31, 2025 | 12:11 AM

শুধুমাত্র দেশের মধ্যেই নয়, দেশের বাইরে ঘুরতে গেলেও ব্যবস্থা করে দেয় আইআরসিটিসি (IRCTC)। ইন্দোনেশিয়ার বালিও যাওয়া যেতে পারে এই আইআরসিটিসি-র প্যাকেজে। বর্তমানে অনেকেরই পছন্দের ডেস্টিনেশন বালি। সমুদ্রে সৈকত থেকে সুন্দর সব মন্দির, একাধিক আকর্ষণ রয়েছে এই ট্যুরে।

বালি ভ্রমণের ক্ষেত্রে আইআরসিটিসি-র বিশেষ প্যাকেজ আছে। তাতে যাত্রীদের খাবার দেওয়া হবে এবং থাকার ব্যবস্থাও করা হবে।

এই ট্যুর প্যাকেজের মধ্যে থাকছে, কুটা সমুদ্র সৈকত এবং কুটা বাজার, সানুর সমুদ্র সৈকত, নুসা পেনিদা দ্বীপ, অ্যাঞ্জেল বিল্লাবং, ব্রোকেন সমুদ্র সৈকত, কেলিংকিং সমুদ্র সৈকত সিক্রেট পয়েন্ট, ক্রিস্টাল বে, কিন্তামনি এবং উবুদ ট্যুর, উলুন্দানু বেদুগুল এবং তানাহ লট মন্দির, লেম্পুয়াং (স্বর্গীয় দ্বার), তীর্থ গঙ্গা জল প্রাসাদের মতো দুর্দান্ত জায়গাগুলি।

এই প্যাকেজের জন্য মাথাপিছু দিতে হবে ৯২ হাজার ৫৭৫ টাকা। মোট ৬ রাত ও ৭ দিনের ভ্রমণ হবে এই প্যাকেজে।

বালিকে দেবতাদের দ্বীপ বলা হয়। এর প্রাকৃতিক সৌন্দর্য উল্লেখযোগ্য। সংস্কৃতি এবং অনন্য অভিজ্ঞতার সাক্ষী হতে পারবেন যাত্রীরা। সুন্দর সৈকত, প্রাচীন মন্দির, সবুজ ধানক্ষেত এবং ঐতিহ্যের জন্য পরিচিত এটি। বালি সার্ফিং এবং ডাইভিং থেকে শুরু করে যোগব্যায়াম রিট্রিট সহ অনেক অভিজ্ঞতাই অর্জন করতে পারবেন।