Tiktok India: ফের চালু হচ্ছে TikTok? মুখ খুলল নয়াদিল্লি…

Is Tiktok Returing India: তারা আবার টিকটকের ওয়েবসাইট তাদের ফোনে খুলতে পারছেন। যার জেরে জল্পনা তৈরি হয়, তবে কি নিষিদ্ধ জনপ্রিয় শর্ট ভিডিয়ো অ্যাপ ভারতে আবার চালু হচ্ছে?

Tiktok India: ফের চালু হচ্ছে TikTok? মুখ খুলল নয়াদিল্লি...
নিষিদ্ধ টিকটক আবার ফিরবে?Image Credit source: Getty Image

|

Aug 23, 2025 | 7:55 PM

নয়াদিল্লি: গোটা দেশের প্রায় ঘরে ঘরে নেটপ্রভাবশালী তৈরির যদি কান্ডারি কোনও অ্যাপ হয়ে থাকে। তা হলে, সেটা যে চিনা অ্যাপ টিকটক, এই নিয়ে কোনও সন্দেহই নেই। কিন্তু ওই শর্ট ভিডিয়ো মাধ্যম অ্যাপটি বছর হয়ে গেল ভারতে নিষিদ্ধ হয়েছে। মূলত, জাতীয় নিরাপত্তায় ঝুঁকির দিক চিহ্নিত করে ওই অ্যাপ দেশে নিষিদ্ধ করে মোদী সরকার।

এবার কানাঘুষো শোনা যাচ্ছে, ফের নাকি ভারতে চালু হচ্ছে নিষিদ্ধি অ্য়াপ ‘টিকটক’। শুক্রবার সকাল থেকে বেশ কিছু নেটিজেন দাবি করেন, তারা আবার টিকটকের ওয়েবসাইট তাদের ফোনে খুলতে পারছেন। যার জেরে জল্পনা তৈরি হয়, তবে কি নিষিদ্ধ জনপ্রিয় শর্ট ভিডিয়ো অ্যাপ ভারতে আবার চালু হচ্ছে?

সর্বভারতীয় সংবাদসংস্থা এএনআই-র কাছে এই টিকটক চালু হওয়ার জল্পনা নিয়ে মুখ খুলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিক। তিনি জানিয়েছেন, ‘কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক তরফে এখনও পর্যন্ত টিকটকের উপর চাপানো নিষেধাজ্ঞা প্রত্য়াহার নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। যে সকল খবর গোটা সমাজমাধ্যম জুড়ে ছড়িয়েছে, সেই সবগুলিই ভুয়ো।’

উল্লেখ্য, ২০২০ সালে গালোয়ান সংঘর্ষের পর চিনের সঙ্গে সম্পর্ক অনেকটাই বিষিয়ে যায়। সেই সময় দেশেরই গোয়েন্দারা বেশ কয়েকটি চিনা অ্যাপ জাতীয় নিরাপত্তার পক্ষে ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে বলে সতর্ক করে নয়াদিল্লিকে। যার ভিত্তিতে কয়েক দিনের মাথায় ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করে ভারত সরকার। এই সময়কালে দেশে নিষিদ্ধ হয়েছিল বাইটড্যান্সের টিকটকও।