Delhi Blast: ৩২টি গাড়ি নিয়ে দিল্লিতে বিস্ফোরণের ছক জইশের ‘ডক্টর মডিউলের’?

| Edited By: জয়দীপ দাস

Nov 13, 2025 | 11:05 PM

Delhi Blast News: তিন গাড়িই কী নাশকতার উদ্দেশ্যে কেনা হয়েছিল? প্রশ্ন ক্রমেই জোরালও হচ্ছে। অন্যদিকে সূত্র মারফত এও জানা যাচ্ছে ৩২টি গাড়ি নিয়ে দিল্লিতে বিস্ফোরণের ছক ছিল জইশের ডক্টর মডিউলের। ৬ ডিসেম্বর ৬টি জায়গায় বিস্ফোরণের ছক কষেছিল জঙ্গিরা।

নয়া দিল্লি: বিস্ফোরণের পর থেকেই উমরের গাড়ি নিয়ে চাপানউতোরের অন্ত নেই। তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য়। সূত্রের খবর, i20 ছাড়াও উমরের আরও দু’টি গাড়ি ছিল। এই তিনটি গাড়ি উমরের নামেই কেনা হয়েছে। তিন গাড়িই কী নাশকতার উদ্দেশ্যে কেনা হয়েছিল? প্রশ্ন ক্রমেই জোরালও হচ্ছে। অন্যদিকে সূত্র মারফত এও জানা যাচ্ছে ৩২টি গাড়ি নিয়ে দিল্লিতে বিস্ফোরণের ছক ছিল জইশের ডক্টর মডিউলের। ৬ ডিসেম্বর ৬টি জায়গায় বিস্ফোরণের ছক কষেছিল জঙ্গিরা।