Justice Varma Cash row: এলাহাবাদ হাইকোর্টে বিচারপতি হিসাবে শপথগ্রহণ নগদকাণ্ডে জড়ানো ভর্মার
Justice Varma Cash row: সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল দেশের বিভিন্ন উচ্চ আদালতের বার কাউন্সিল প্রধানরাও। কিন্তু সেই আর্জির পরেও গত ২৮ মার্চ সুপ্রিম কলোজিয়াম বিজ্ঞপ্তি জারি করে তার বদলির কথা জানিয়ে দেয়।

লখনউ: সাময়িক আইনি টানাপোড়েন পেরিয়ে অবশেষে এলাহাবাদ হাইকোর্টেই যাচ্ছেন নগদ-কাণ্ডে জড়ানো বিচারপতি যশবন্ত ভর্মা। শনিবার উত্তরপ্রদেশের এলাহাবাদ উচ্চ আদালতে বিচারপতি হিসাবে শপথগ্রহণ করলেন তিনি। দিল্লি হাইকোর্ট থেকে সুপ্রিম-সুপারিশে এই আদালতে বদলি করা হয়েছে তাঁকে।
সম্প্রতি, তাঁর দিল্লির বাংলো থেকে উদ্ধার হয় কারি কারি নগদ। জানা গিয়েছিল, বিচারপতির সেই বিলাসবহুল বাংলোয় কোনও কারণে আগুন লেগে যায়। বিচারপতি ও তাঁর পরিবার বাড়িতে না থাকায়, সেই বাড়ির অন্য সদস্যরা তড়িঘড়ি দমকলে ফোন করে।
বিচারপতির বাড়িতে আগুন লেগেছে বলে কথা। পুলিশবাহিনীকে সঙ্গে করে তারাও দ্রুত চলে আসে সেখানে। কিন্তু আগুন নিভিয়ে বাংলোয় পা রাখতেই মাথায় হাত। উদ্ধার হয় পুড়ে কালো হয়ে যাওয়া কারি কারি নগদ। তারপরই তড়িঘড়ি বিচারপতি ভর্মার বিরুদ্ধে তদন্তে নামে সুপ্রিম-কোর্টের কলোজিয়াম। সেই সময়ই সিদ্ধান্ত নেওয়া হয়, দিল্লি হাইকোর্ট থেকে তল্পিতল্পা গুটিয়ে বিচারপতিকে পাঠিয়ে দেওয়া হবে এলাহাবাদ হাইকোর্টে। পাশাপাশি, চলবে তাঁর বিরুদ্ধে তদন্ত।
বদলির কথা শুনে কার্যত ক্ষোভ প্রকাশ করেন এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি। তারা কি ‘ডাস্টবিন’? বলেও মন্তব্য করতে শোনা যায় তাঁকে। এমনকি, বিচারপতিকে যাতে বদলি না করা হয়, সেই আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল দেশের বিভিন্ন উচ্চ আদালতের বার কাউন্সিল প্রধানরাও। কিন্তু সেই আর্জির পরেও গত ২৮ মার্চ সুপ্রিম কলোজিয়াম বিজ্ঞপ্তি জারি করে তার বদলির কথা জানিয়ে দেয়।
অবশ্য, বদলি করা হলেও বিচারপতিকে কোনও রকম বিচার প্রক্রিয়ার কাজের সঙ্গে যুক্ত করা হবে না বলে সেই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করেছে সুপ্রিম কোর্টের কলোজিয়াম। আজ অর্থাৎ শনিবার শপথগ্রহণ পর্ব চললেও, তা আড়ম্বরে হয়নি। সাধারণভাবে বিচারপতিদের শপথগ্রহণ পর্ব উৎসবের আকারে জনতার সামনে হয়ে থাকা। এলাহাবাদ হাইকোর্ট সূত্রে জানা গিয়েছে, নগদকাণ্ডে জড়ানো বিচারপতির শপথ হয়েছে একেবারে চুপিসারে রুদ্ধদ্বারে।





