AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Army: মহাভারতের কর্ণের বাণ এবার ভারতীয় সেনার হাতে! শত কিমি দূর থেকেও খড়কুটোর মতো উড়ে যাবে শত্রুরা

Indian Army Strength: তথ্য বলছে পাহাড়ি এলাকা এমনকি প্রবল ঠান্ডাতেও ইন্ডিয়ান RAMJET- এর পারফর্মম্যান্সে খুব একটা হেরফের হচ্ছে না। দুনিয়ার মাত্র চার - পাঁচটে দেশের হাতেই কিন্তু ৮০ কিলোমিটার বা বেশি পাল্লার গোলা আছে। কয়েক সপ্তাহ আগে ১৩০ কিলোমিটার পাল্লার RAMJET গোলার পরীক্ষা করেছে সুইডেন।

Indian Army: মহাভারতের কর্ণের বাণ এবার ভারতীয় সেনার হাতে! শত কিমি দূর থেকেও খড়কুটোর মতো উড়ে যাবে শত্রুরা
প্রতীকী ছবি Image Credit: Getty Images
| Updated on: Jan 10, 2026 | 7:47 AM
Share

কলকাতা: মহাভারতের ইন্দ্রিষ বাণের কথা মনে আছে? কর্ণের সাধনায় সন্তুষ্ট হয়ে ইন্দ্রিষ দিয়েছিলেন অগ্নিদেব। একটা জায়গায় ইন্দ্রিষ দুনিয়ার সব বাণের থেকে অনেকটা এগিয়ে ছিল। ইন্দ্রিষ যুদ্ধক্ষেত্রটা আরও বড় করে দিত। অর্থাত্‍ ইন্দ্রিষ সাধারণ বাণের দুই বা তিনগুণ দূরে গিয়েও শক্রকে নিকেশ করত। অঙ্গরাজ কর্ণের সেই বিশেষ বান এবার ভারতের হাতে। বাণ নয়, গোলার আকারে। ওয়ান ফাইভ ফাইভ এমএম হাউত্‍জার কামান। ভারতীয় সেনার দূরপাল্লার কামান। এই কামান থেকে বেরবে RAMJET গোলা। গতি, পাল্লা ও ধ্বংসক্ষমতার নিরিখে সাধারণ গোলার থেকে ৫৫ শতাংশ বেশি শক্তিশালী। অর্থাত্‍ এক ধাক্কায় ভারতীয় সেনার কামানগুলোর ক্ষমতা অনেকটা বাড়ার কথা। চাপ বাড়বে শত্রুদের।

এখন ভারতীয় সেনা তিনধরণের কামানোর গোলা ব্যবহার করে। এর মধ্যে সুইডেনের বোফর্স বা ভারতীয় সংস্থার তৈরি গোলার পাল্লা সর্বোচ্চ ৪০ কিলোমিটার। প্রতিকূল বা পাহাড়ি এলাকায় সেটাই নেমে আসে ২৫ কিলোমিটার। অনেক সময় তারও কম। ভারতের একাধিক প্রতিরক্ষা সংস্থা যে RAMJET গোলা তৈরি করেছে তার পাল্লা ৮০ কিলোমিটারের বেশি। 

তথ্য বলছে পাহাড়ি এলাকা এমনকি প্রবল ঠান্ডাতেও ইন্ডিয়ান RAMJET- এর পারফর্মম্যান্সে খুব একটা হেরফের হচ্ছে না। দুনিয়ার মাত্র চার – পাঁচটে দেশের হাতেই কিন্তু ৮০ কিলোমিটার বা বেশি পাল্লার গোলা আছে। কয়েক সপ্তাহ আগে ১৩০ কিলোমিটার পাল্লার RAMJET গোলার পরীক্ষা করেছে সুইডেন। মেড ইন ইন্ডিয়া RAMJET-এর মূল বিশেষত্বই এর ধ্বংসক্ষমতা। আমাদের তৈরি একটা গোলা একটা ছোটোখাটো পাড়া উড়িয়ে দিতে পারে।