Slapping VIDEO: মাঝ রাস্তায় ধুন্ধুমার, পুলিশকে থাপ্পড় বিজেপি সভাপতির, পাল্টা ঠাঁটিয়ে চড় কষালেন সাব-ইন্সপেক্টরও!
Viral Video: বিজেপি নেতা রেগে পুলিশকর্মীকে অশ্রাব্য গালিগালাজ করতে শুরু করেন। হঠাৎ তিনি ওই পুলিশকর্মীকে চড় মারেন। এক মুহূর্তও নষ্ট না করে ওই পুলিশকর্মীও ঘুরিয়ে থাপ্পড় লাগান বিজেপি নেতাকে।

বেঙ্গালুরু: কার ক্ষমতা বেশি? পুলিশ নাকি নেতার? তার প্রমাণ দিতেই একে অপরের গালে বসালেন চড়। পুলিশ ও বিজেপি নেতার মধ্যে হাতাহাতির ভিডিয়ো ভাইরাল।
ঘটনাটি ঘটেছে কর্নাটকের চিত্রদুর্গে। জানা গিয়েছে, স্থানীয় বিজেপি নেতার মধ্যে হাতাহাতি বেঁধেছিল। মাধুগিরির বিজেপির জেলা সভাপতি হনুমন্ত গৌড়া শুক্রবার মধ্যরাতে দলীয় কর্মীদের নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কথা বলছিলেন। পুলিশ সাব ইন্সপেক্টর গাদিলিঙ্গাপ্পা তাদের দেখে ওই স্থানে যান এবং তাদের রাস্তা থেকে সরে যেতে বলেন।
এতেই তর্কাতর্কি বাধে। অভিযোগ, বিজেপি নেতা রেগে পুলিশকর্মীকে অশ্রাব্য গালিগালাজ করতে শুরু করেন। এতেই ওই পুলিশ কর্মী চড় লাগান বিজেপি নেতাকে। তিনিও সঙ্গে সঙ্গে ওই পুলিশকর্মীকে চড় মারেন। এক মুহূর্তও নষ্ট না করে ওই পুলিশকর্মী ফের ঘুরিয়ে থাপ্পড় লাগান বিজেপি নেতাকে।
ರಾಜ್ಯದಲ್ಲಿ ಕಾಂಗ್ರೆಸ್ ಅಧಿಕಾರಕ್ಕೆ ಬಂದ ನಂತರ ನಿರಂತರ ಕೊಲೆ, ಸುಲಿಗೆ, ದರೋಡೆ, ಅತ್ಯಾಚಾರ ಪ್ರಕರಣಗಳು ನಿರಂತರ ಘಟಿಸುತ್ತಿವೆ. ಜನಸಾಮಾನ್ಯರಿಗೆ ಸುರಕ್ಷತೆ ಒದಗಿಸಲಾಗದ ಸ್ಥಿತಿ ನಿರ್ಮಾಣವಾಗಿದ್ದು ಕಾನೂನು ಸುವ್ಯವಸ್ಥೆ ಸಂಪೂರ್ಣ ನೆಲಕಚ್ಚಿದೆ, ಇದರ ನಡುವೆ ಕೆಲವು ಕೆಳಹಂತದ ಪೊಲೀಸ್ ಅಧಿಕಾರಿಗಳು ಸಾಮಾನ್ಯರು ಹಾಗೂ ಜವಾಬ್ದಾರಿಯುತ ನಾಗರಿಕರ… pic.twitter.com/zf5ZN3pk3J
— Vijayendra Yediyurappa (@BYVijayendra) March 15, 2025
এরপরই তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। মারপিটে পুলিশকর্মীর হাতে ও আঙুলে চোট লেগেছে। তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।
এই ঘটনার পরই পুলিশ বিজেপি জেলা সভাপতিকে আটক করে। ওই বিজেপি নেতাও পাল্টা মামলা দায়ের করেন পুলিশের হাতে হেনস্থার শিকার হওয়ার। গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে।





