
বেঙ্গালুরু: মুসলিমদের জন্য আবাসে বাড়তি সংরক্ষণ। বৃহস্পতিবার সেই সংক্রান্ত বিল পাশ করল কর্নাটক বিধানসভা। এদিন সে রাজ্যে সংখ্যালঘুদের জন্য বিভিন্ন আবাস সংক্রান্ত প্রকল্পে সংরক্ষণ বৃদ্ধির জন্য বিধানসভায় এই বিল পেশ করেন কর্নাটকের আবাসন মন্ত্রী জামির আহমেদ খান।
সেই নতুন বিলের আওতায় রাজ্যের সংখ্যালঘুদের জন্য বিভিন্ন আবাস নির্মাণ প্রকল্পে সংরক্ষণ ১০ শতাংশ থেকে ১৫ শতাংশ করার আবেদন জানান তিনি। সেই ভিত্তিতে শুরু হয় ভোটাভুটি। দিনশেষে কর্নাটক বিধানসভায় পাশ হয় নতুন আবাস বিল।
এই প্রসঙ্গে রাজ্যের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার বলেছেন, ‘আমাদের সরকার এই পদক্ষেপকে সমর্থন জানাচ্ছে। রাজ্যজুড়ে বাড়ছে শহুরে বাসিন্দা। এই পরিস্থিতিতে দরিদ্র মানুষদের কথা ভেবেই তৈরি নতুন বিল।’ সরকারি সূত্রে জানা গিয়েছে, শুধুই মুসলিম নয়। নতুন বিল একেবারে আইনে পরিণত হলে সুবিধা পাবেন রাজ্যের অন্যান্য সংখ্যালঘু যেমন, জৈন ও খ্রিস্ট।
কর্নাটকের আইন ও পরিষদীয় মন্ত্রী এইচ কে পাটিল সাংবাদিকদের জানিয়েছেন, ‘আবাসন দফতর তরফে নতুন নতুন প্রকল্প আনা হয়েছে। সেই সূত্র ধরেই সংখ্যালঘুদের কথা মাথায় রেখে সংরক্ষণ ১০ শতাংশ থেকে ১৫ শতাংশ করার কথা ভাবা হয়েছে।’
কংগ্রেস সরকারের এই নতুন বিল নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছে বিজেপি। এদিন গেরুয়া শিবিরের আইটি সেলের প্রধান অমিত মালব্য বিল ‘অসাংবিধানিক’ বলে তোপ দাগেন। তাঁর কথায়, ‘এটা একেবারেই অসাংবিধানিক, অবৈধ। ধর্মের ভিত্তিতে কোনও সংরক্ষণ হওয়া উচিত নয়।’
প্রসঙ্গত, এর আগেও বিধানসভায় মুসলিম ঠিকাদারদের জন্য বাড়তি ৪ শতাংশ সংরক্ষণ বিল পাশ করিয়েছিল কর্নাটক সরকার। এবার এল আবাসন বিল। যা নিয়ে নতুন করে সরব বিজেপি।