MLA Salary Hike: মন্ত্রী-বিধায়কদের বেতন দ্বিগুণ বাড়াতে বিধানসভায় পাস নতুন বিল
MLA Salary Hike: তবে এই বেতন বৃদ্ধির বিলের জেরে যে রাজ্যের তহবিলে বাড়তি চাপ পড়তে চলেছে বলেও মত একাংশের। জানা গিয়েছে, এই নতুন বিলের জেরে সম্ভবত ১০ কোটি টাকা অবধি বার্ষিক খরচ বাড়তে চলেছে কর্নাটকের।

বেঙ্গালুরু: তৃণমূল জমানায় বাংলার মন্ত্রী-বিধায়কদের বেতন বেড়েছে দু’বার। শেষ বৃদ্ধি দেখা গিয়েছে, ২০১৭ সালে। এবার একই পথে কর্নাটক। জনপ্রতিনিধিদের বেতন বৃদ্ধি নিয়ে আসরে নামল সে রাজ্যের শাসকদল।
জানা গিয়েছে মন্ত্রী, বিধায়কদের বেতন বাড়াতে বিধানসভায় পাস হয়েছে একটি বিল। যার মাধ্যমে মুখ্যমন্ত্রী থেকে বিধায়ক পর্যন্ত প্রত্যেকের বেতন ও ভাতায় ১০০ শতাংশ অবধি বৃদ্ধি দেখা যাবে।
বর্তমানে সে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্ধারিত বেতন মাসে ৭৫ হাজার টাকা। এই বেতন ছাড়াও নানা ভাতাও সরকার তরফে প্রদান করা হয় তাঁকে। এই নতুন বিলের হাত ধরে এক লাফে ১ লক্ষ ৫০ হাজার টাকার গন্ডিতে পৌঁছে যাবে সে রাজ্যের মুখ্য়মন্ত্রীর বেতন। এছাড়াও, বাড়বে অন্যান্য সরকার প্রদত্ত ভাতাও। পাশাপাশি, যে সকল বিধায়করা আগে মাসিক ৪০ হাজার টাকা বেতন পেত। এই নতুন বিলের মধ্যে দিয়ে তাদের বেতন হয়ে যাবে মাসিক ৮০ হাজার টাকা।
তবে নতুন বিলে যে শুধুমাত্র মন্ত্রী-বিধায়কদের বেতন বাড়ছে এমনটা মোটেই নয়। ‘লাভের গুড়’ পেতে চলেছেন বিধানসভার অধ্যক্ষরাও।
উল্লেখ্য, যখন মধুচক্র-কাণ্ড ঘিরে পারদ চড়েছিল কর্নাটক বিধানসভার অন্দরে সেই আবহেই পাস হয়ে গেল নতুন বিল। সে রাজ্যের সমবায় মন্ত্রীর অভিযোগ, প্রায় ৪৮ জন শাসক ও বিরোধী দলের মন্ত্রী-বিধায়করা একটি মধুচক্রের ফাঁদে পা দিয়েছেন। মন্ত্রীর এমন মন্তব্যেই চড়ল সুর। তাপ বাড়ল বিধানসভার। কিন্তু তার মাঝেও নির্দ্বিধায় পাস হয়ে গেল বেতন বাড়ানোর বিল।
তবে এই বেতন বৃদ্ধির বিলের জেরে যে রাজ্যের তহবিলে বাড়তি চাপ পড়তে চলেছে বলেও মত একাংশের। জানা গিয়েছে, এই নতুন বিলের জেরে সম্ভবত ১০ কোটি টাকা অবধি বার্ষিক খরচ বাড়তে চলেছে কর্নাটকের।





