
বেঙ্গালুরু: কর্নাটকের প্রাক্তন ডিজিপির রক্তাক্ত দেহ উদ্ধার হল তাঁর বেঙ্গালুরুর বাড়ি থেকে। মৃত ওই প্রাক্তন ডিজিপর নাম ওম প্রকাশ। বছর আটষট্টির ওম প্রকাশের পেটে ও বুকে একাধিকবার ছুরি দিয়ে আঘাতে চিহ্ন পাওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাক্তন পুলিশকর্তার দেহ উদ্ধারের সময় গোটা মেঝেতে রক্ত ছিল। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সূত্রের খবর, ঘটনার সময় ওম প্রকাশের স্ত্রী পল্লবী, মেয়ে এবং পরিবারের আর এক সদস্য বাড়িতে ছিলেন। তিনজনকেই আটক করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওম প্রকাশের পুত্রের অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি এফআইআর দায়ের করেছে।
সূত্রের খবর, অন্য এক ব্যক্তি ফোন করে ওম প্রকাশের মৃত্যুর খবর পুলিশকে জানিয়েছিলেন। প্রাক্তন পুলিশকর্তা ও তাঁর স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হত বলে জানা গিয়েছে।
বেঙ্গালুরুর অতিরিক্ত পুলিশ কমিশনার বিকাশ কুমার জানিয়েছেন, কোনও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে প্রাক্তন পুলিশকর্তাকে। তিনি বলেন, “রবিবার বিকেল সাড়ে চারটের দিকে প্রাক্তন ডিজিপি ও আইজিপির মৃত্যুর খবর পায় পুলিশ। তাঁর ছেলের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতেই এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।”
পুলিশ জানিয়েছে, বেঙ্গালুরুতে তিনতলা ওই বাড়ির নিচতলায় থাকতেন প্রাক্তন পুলিশকর্তা। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ওম প্রকাশের মৃত্যুর পিছনে পরিবারের কারও হাত রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ওম প্রকাশ ১৯৮১ ব্যাচের আইপিএস অফিসার। ২০১৫ সালে কর্নাটকের ডিজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। অবসরের পর বেঙ্গালুরুর বাড়িতে পরিবারকে নিয়ে থাকতেন।