Kashmir Kadam Bridge: ছয় বছর পর ভারত-পাকিস্তান সংযোগকারী সেতুতে পড়ল পায়ের ছাপ, নেপথ্যে এক দম্পতি

Avra Chattopadhyay |

Mar 23, 2025 | 5:42 PM

Kashmir Kadam Bridge: ভারতীয় সেনাবাহিনী সূত্রে খবর, গত পাঁচ তারিখ কাশ্মীরের বাসগ্রান ও কামালকোটে থেকে এই দম্পতির দেহ উদ্ধার করে পুলিশ। অনুমান, দুই দেশের মধ্যে দিয়ে বয়ে চলা ঝিলাম নদীতে কোনও ভাবে ভেসে ভারতে এসে পৌঁছেছে তাদের মৃতদেহ।

Kashmir Kadam Bridge: ছয় বছর পর ভারত-পাকিস্তান সংযোগকারী সেতুতে পড়ল পায়ের ছাপ, নেপথ্যে এক দম্পতি
কাশ্মীরের কামান সেতু
Image Credit source: X

Follow Us

শ্রীনগর: বলা হয়, ভারত-পাকিস্তানের মধ্যে শান্তির প্রতীক এই একটা ব্রীজ। নাম কামান সেতু। ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর দেশের নিরাপত্তার খাতিরে এই সেতুতে তালা ঝুলিয়ে দেয় ভারত। সেই থেকে বন্ধই ছিল কামান সেতু।

কিন্তু এক দম্পতির কারণে ফের একবার খুলতে হল কাশ্মীরের এই কামান সেতুকে। ছয় বছর পর আবার ভারত-পাকিস্তান সংযুক্তকারী সেতুতে পড়ল পায়ের ছাপ। জানা গিয়েছে, শনিবার পাক অধিকৃত কাশ্মীর হয়ে ভেসে আসা এক দম্পতির দেহ ফিরিয়ে দিতেই খুলে গেল দুই দেশের মধ্যে সংযোগকারী সেতুটি।

ভারতীয় সেনাবাহিনী সূত্রে খবর, গত পাঁচ তারিখ কাশ্মীরের বাসগ্রান ও কামালকোটে থেকে এই দম্পতির দেহ উদ্ধার করে পুলিশ। অনুমান, দুই দেশের মধ্যে দিয়ে বয়ে চলা ঝিলাম নদীতে কোনও ভাবে ভেসে ভারতে এসে পৌঁছেছে তাদের মৃতদেহ। আর সেই দেহ পাকিস্তানে ফিরিয়ে দিতেই কাশ্মীরের বারামুলার এই সেতু ছয় বছর পর খুলল ভারতীয় সেনা।

সেনার এই উদ্যোগে বেশ খুশি হয়েছে মৃতদের পরিবার। টানা ১৫ দিনের চাপা উত্তেজনার পর কাছের মানুষগুলিকে শেষবারের জন্য দেখতে পেয়েছে তারা। প্রসঙ্গত, ২০০৫ সাল থেকে ২০১৯ সালে পুলওয়ামা হামলার আগে পর্যন্ত এই সেতুকে নানা কাজে ব্যবহার করত সেনা ও স্থানীয় মানুষরা। এমনকি, দুই দেশের কাশ্মীরের মধ্যে বাণিজ্যের কাজেও এক সময় ব্যবহার হয়েছে এই কাদাম সেতু।