
তিরুবনন্তপুরম: করোনা আক্রান্ত মহিলাকে ধর্ষণ। পাঁচ বছর পর সেই মামলায় অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনাল আদালত। ঘটনার কেরলের। শুক্রবার সে রাজ্যের নগর ও দায়রা আদালতের বিচারক এন হরিকুমারের বেঞ্চে ছিল এই ধর্ষণ মামলার শুনানি। তাতেই এমন সাজা শোনান বিচারক।
জানা গিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত একজন সরকারি অ্যাম্বুল্যান্সের চালক। ২০২০ সালে করোনা আক্রান্ত হয়ে নির্যাতিতা ওই চালকের অ্যাম্বুল্যান্সে শুয়ে যাচ্ছিলেন স্থানীয় একটি করোনা সেন্টারে। কিন্তু যে পথে সেন্টারে পৌঁছনোর কথা ছিল। সেই পথ দিয়ে না গিয়ে ওই অসুস্থ মহিলাকে একটি পরিত্যক্ত এলাকায় নিয়ে যান অভিযুক্ত চালক।
সেখানে গিয়েই তাকে ধর্ষণ করেন তিনি। তারপর পৌঁছে দেন সেন্টারে। কিন্তু সেই নারকীয় কাণ্ড ঘটিয়ে নিজের কৃতকর্মের জন্য নির্যাতিতার কাছে ক্ষমাও চান তিনি। সেই সময়ই তা ফোনে রেকর্ড করে নেন নির্যাতিতা। পরবর্তীতে সেই রেকর্ডিং দেখিয়েই চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।
ফৌজদারি ধারা ৩৭৬, ধারা ৩৫৪ ও ৩৫৪-এর খ এবং ধারা ৩২৩-এর ভিত্তিতে মামলা দায়ের হয় অভিযুক্তের বিরুদ্ধে। এদিন কেরলের নগর ও দায়রা আদালতে ছিল সেই মামলারই শুনানি। যেখানে অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনান বিচারক। পাশাপাশি, জরিমানা হিসাবে নির্যাতিতাকে ১ লক্ষ ৮ হাজার টাকা দেওয়া নির্দেশ দেন তিনি।