Kerala Local Body Polls: বিজেপির ‘দখিনা হাওয়ায়’ ভেঙে পড়ল চার দশকের বামদূর্গ, জনগণকে ধন্যবাদ জানালেন মোদী
PM Modi on Kerala Polls: কেরলের এই আঞ্চলিক ভোটেই তাক লাগিয়ে দিয়েছে গেরুয়া শিবির। 'দখিনা হাওয়ায়' ভেঙে পড়েছে বামেরদের দূর্গ। এই তিরুবনন্তপুরম কর্পোরেশনের মোট ১০১টি ওয়ার্ডের মধ্যে ৫১টি ওয়ার্ড গিয়েছে এনডিএ জোটের থলিতে। বামফ্রন্ট এগিয়ে রয়েছে ২৯টি ওয়ার্ডে। কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ-এর থলিতে গিয়েছে ১৯টি ওয়ার্ড।

তিরুঅনন্তপুরম: কংগ্রেস সাংসদ শশী থারুরের কেন্দ্র, কেরলের রাজধানী তিরুবনন্তপুরমের পুরসভায় কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ এবং সিপিএম নিয়ন্ত্রিত এলডিএফ জোটকে পিছনে ফেলে জয় ছিনিয়ে নিল বিজেপি। বামেদের ৪৫ বছরের দূর্গ ফেলে দিল গেরুয়া শিবির।
গত ৯ এবং ১১ ডিসেম্বর দু’দফায় কেরলে আয়োজিত হয়েছিল পঞ্চায়েত এবং পুরভোট। শনিবার ছিল ফলাফল ঘোষণার দিন। মোট ১১৯৯টি পুরসভা ও ত্রিস্তর পঞ্চায়েতে ভোট হয়েছে। যার মধ্যে ৬টি পুরনিগম, ৮৬টি পুরসভা, ১৪টি জেলা পরিষদ, ১৫২টি ব্লক পঞ্চায়েত এবং ৯৪১টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। মোট আসনের সংখ্য়া ২৫ হাজার।
কেরলের এই আঞ্চলিক ভোটেই তাক লাগিয়ে দিয়েছে গেরুয়া শিবির। ‘দখিনা হাওয়ায়’ ভেঙে পড়েছে এলডিএফ-এর দূর্গ। এই তিরুবনন্তপুরম কর্পোরেশনের মোট ১০১টি ওয়ার্ডের মধ্যে ৫১টি ওয়ার্ড গিয়েছে এনডিএ জোটের থলিতে। বামফ্রন্ট এগিয়ে রয়েছে ২৯টি ওয়ার্ডে। কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ-এর থলিতে গিয়েছে ১৯টি ওয়ার্ড। দু’টি ওয়ার্ডে জিতেছে দু’জন নির্দলীয় প্রার্থী। বাকি একটি ওয়ার্ডে নির্বাচন হয়নি।
ইতিমধ্য়ে তিরুবনন্তপুরমের বাসিন্দাদের ধন্য়বাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা জানিয়েছেন এই আঞ্চলিক নির্বাচনে দিবারাত্রি পরিশ্রম করা কার্যকর্তাদেরও। আমি এটাও নিশ্চিত ওই রাজ্যের উন্নয়ন ও বিকাশ নিয়ে মানুষের মনে যে চাহিদা তৈরি হয়েছে, তা আমাদের দলই পূরণ করতে পারবে।’
Thank you Thiruvananthapuram!
The mandate the BJP-NDA got in the Thiruvananthapuram Corporation is a watershed moment in Kerala’s politics.
The people are certain that the development aspirations of the state can only be addressed by our Party.
Our Party will work towards…
— Narendra Modi (@narendramodi) December 13, 2025
কার্যকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা এতদিন যে পরিশ্রম করলেন, আজ সেগুলির স্মৃতিচারণের দিন। আমি প্রতিটি বিজেপি কার্যকর্তাকে শুভেচ্ছা জানাই। এই সাফল্য সেই পরিশ্রমেরই ফলাফল।’
My gratitude to all hardworking BJP Karyakartas who have worked among the people, which has ensured a spectacular result in the Thiruvananthapuram Corporation. Today is a day to recall the work and struggles of generations of Karyakartas in Kerala, who worked at the grassroots,…
— Narendra Modi (@narendramodi) December 13, 2025
