Kiren Rijiju Convoy: মাঝপথে হঠাৎ কনভয় থামালেন রিজিজু, লাদাখে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা কেন্দ্রীয় মন্ত্রীর

Kiren Rijiju Shares Shocking Video: তারপর সরাসরি চলে গেলেন পাহাড়ের কিনারে। সেখানে যেতেই চোখ কপালে মন্ত্রীর। তিনিই দেখেন, পাহাড়ের পাশের নদীর একটি ছোট্ট মাল বোঝাই ট্রাক উল্টে পড়ে রয়েছে। আর সেই ট্রাকের উপরে প্রাণ হাতে নিয়ে দাঁড়িয়ে ওই গাড়ির চালক ও সহকারী।

Kiren Rijiju Convoy: মাঝপথে হঠাৎ কনভয় থামালেন রিজিজু, লাদাখে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা কেন্দ্রীয় মন্ত্রীর
ভয়াবহ অভিজ্ঞতা রিজিজুরImage Credit source: X

|

Aug 26, 2025 | 9:09 PM

লাদাখ: ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন কেন্দ্রীয় পরিষদীয় মন্ত্রী কিরেণ রিজিজু। লাদাখে গিয়ে যে এত বড় বিপত্তি দেখতে হবে তাঁকে, তা তিনি হয়তো ভেবেই পাননি। নিজের সমাজমাধ্যমেই সেই মুহূর্তের ভিডিয়োয় শেয়ার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। দ্রাসের দিকে যাওয়ার পথে নিজের চোখে প্রকৃতির সেই বিভৎসতা দেখতে হল রিজিজুকে।

সমাজমাধমে পোস্ট করা ওই ভিডিওয় দেখা গিয়েছে নিজের কনভয় থামিয়ে গাড়ি থেকে নেমে পড়লেন রিজিজু। তারপর সরাসরি চলে গেলেন পাহাড়ের কিনারে। সেখানে যেতেই চোখ কপালে মন্ত্রীর। তিনি দেখেন, পাহাড়ের পাশে স্থিত নদীতে একটি ছোট্ট মাল বোঝাই ট্রাক উল্টে পড়ে রয়েছে। আর সেই ট্রাকের উপরে প্রাণ হাতে নিয়ে দাঁড়িয়ে ওই গাড়ির চালক ও সহকারী।

ভয়াবহ অভিজ্ঞতা রিজিজুর

ভিডিয়োয় দেখা যায়, গাড়িটি কীভাবে দুর্ঘটনার মুখে পড়ল, কীভাবেই বা ওরা দু’জন ওখানে আটক পড়লেন? গাড়ি ব্রেক ফেল হয়ে কিনা-সহ একাধিক প্রশ্ন করতে দেখা যায় কেন্দ্রীয় মন্ত্রীকে। এমনকি ওই দু’জনের ওমন পরিস্থিতি দেখে তৎক্ষণাৎই স্থানীয় প্রশাসনিক কর্তাদের ডাক দেন তিনি ।

এদিন নিজের এক্স হ্যান্ডেলে মন্ত্রী লিখেছেন লাদাখের দ্রাস পৌঁছনোর আগে ওই ঘটনা আমাদের চোখে পড়ে। ভাগ্যিস আমরা সঠিক সময়ে পৌঁছে গিয়েছিলাম। না হলে বড় বিপদ ঘটে যেত। আপাতত ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় প্রশাসনের তৎপরতাতেই হয়েছে বলে মত মন্ত্রীর।