Kolkata Airport: বদলে যাবে কলকাতা বিমানবন্দর! বড় আভাস দিলেন খোদ বিমান মন্ত্রী

Kolkata Airport: শমীকের প্রশ্নের উত্তরেই অদূর ভবিষ্যতে কলকাতা বিমানবন্দরের খোলনলচে বদলে দেওয়ার ভাবনার কথা জানালেন অসামরিক বিমান মন্ত্রী। তাঁর কথায়, 'গত ডিসেম্বরেই কলকাতা শতবর্ষে পা দিয়েছে কলকাতা বিমানবন্দর। বলা যেতে পারে, দেশের প্রতিটি বিমানবন্দরের তুলনায় কলকাতা বিমানবন্দর সেরার সেরা।'

Kolkata Airport: বদলে যাবে কলকাতা বিমানবন্দর! বড় আভাস দিলেন খোদ বিমান মন্ত্রী
কলকাতা বিমানবন্দরImage Credit source: PTI

|

Feb 07, 2025 | 4:16 PM

নয়াদিল্লি: কলকাতা বিমানবন্দর নিয়ে বড় পরিকল্পনা তৈরি করছে কেন্দ্র। রাজ্যসভার চলতি বাজেট অধিবেশনে সেই ভাবনার কথাই জানিয়ে দিলেন অসামরিক বিমান মন্ত্রী রামমোহন নায়ডু।

সংসদে শুরু হয়েছে বাজেট অধিবেশন। চলবে আর দিন কয়েক মতো। সেই ফাঁকে কলকাতা বিমানবন্দরের বাণিজ্যিক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য রাজ্যসভায় আবেদন পেশ করেন সাংসদ তথা বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য।

সোমবার, অধিবেশন চলাকালীন তিনি বলেন, ‘দেশের বিমানবন্দরগুলির মধ্যে অন্যতম হওয়া সত্ত্বেও নেতাজি সুভাষচন্দ্র বোস বা কলকাতা বিমানবন্দর বর্তমানে ১২টি আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে সরাসরি যুক্ত। সেখানে দাঁড়িয়ে দিল্লি কিংবা মুম্বই বিমানবন্দর থেকে যথাক্রমে ৮০ ও ৫২টি আন্তর্জাতিক বিমানবন্দরে পাড়ি দেওয়া যায়।’

এরপরেই তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্ষেত্রে কলকাতার যোগাযোগ ব্যবস্থা বাকিদের থেকে পিছিয়ে পড়ায় আর্থ-সামাজিক দিক থেকে বারংবার ধাক্কা খেতে হয়। এই ভিত্তিতেই কি আশা করা যেতে পারে যে কেন্দ্র সরকার আগামী দিনে এই সমস্যার কোনও সুরাহা নিয়ে আসবে?’

শমীকের প্রশ্নের উত্তরেই অদূর ভবিষ্যতে কলকাতা বিমানবন্দরের খোলনলচে বদলে দেওয়ার ভাবনার কথা জানালেন অসামরিক বিমান মন্ত্রী। তাঁর কথায়, ‘গত ডিসেম্বরেই কলকাতা শতবর্ষে পা দিয়েছে কলকাতা বিমানবন্দর। বলা যেতে পারে, দেশের প্রতিটি বিমানবন্দরের তুলনায় কলকাতা বিমানবন্দর সেরার সেরা।’

এরপরই বিজেপি সাংসদকে আশ্বাস দিতে তিনি বলেন, ‘বরাবরই কলকাতা থেকে ইউরোপের সরাসরি বিমানের দাবিতে অনেকেই সরব হয়েছেন। তবে সেটির পাশাপাশি, বিশ্বের পূর্ব দিকের দেশগুলির সঙ্গে কলকাতাকে জুড়তে খুব শীঘ্রই কোনও বড় পদক্ষেপ নেবে কেন্দ্রীয় মন্ত্রণালয়।’

উল্লেখ্য, সম্প্রতি শেষ হওয়া বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে ইউরোপ থেকে আগত প্রতিনিধি দলের কাছে সেদেশের সঙ্গে সরাসরি কলকাতাকে জুড়ে দেওয়ার আর্জি করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কলকাতা থেকে ইউরোপ যাওয়া বেজায় কঠিন ও সময়সাপেক্ষ। সেই বিষয়টিকে মাথায় রেখেই যদি ইউরোপের সঙ্গে কলকাতাকে সরাসরি জুড়ে দেওয়া যায় তবে অনেকটাই যাতায়াতে সময় কমানো যাবে।