JNU Student Vote: জোট গড়তেই শক্তি কায়েম, ‘হারানো’ জেএনইউ ফিরে পেল বামেরা

|

Nov 07, 2025 | 11:45 AM

JNU Student Election: ওই বিশ্ববিদ্যালয়ে ঝড় তুলেছিল সঙ্ঘ পরিবারের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি। কিন্তু নভেম্বরের নির্বাচনে সেই সমীকরণ বদলে দিল বাম জোট। 'গোয়ার্তুমি' ছেড়ে ফের সঙ্গবদ্ধ হতেই ভাগ্য ঘুরল আইসা, এসএফআই এবং ডিএসএফ-এর।

নয়াদিল্লি: বদলে গেল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সমীকরণ। গত এপ্রিলেই ছাত্র সং সদের নির্বাচনে ওই বিশ্ববিদ্যালয়ে ঝড় তুলেছিল সঙ্ঘ পরিবারের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি। কিন্তু নভেম্বরের নির্বাচনে সেই সমীকরণ বদলে দিল বাম জোট। ‘গোয়ার্তুমি’ ছেড়ে ফের সঙ্গবদ্ধ হতেই ভাগ্য ঘুরল আইসা, এসএফআই এবং ডিএসএফ-এর।

এই নির্বাচনে ছাত্র সংসদের মূল চারটি পদেই জয় ছিনিয়ে নিয়েছেন বাম প্রার্থীরা। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আইসার অদিতি মিশ্র। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এসএফআইয়ের কে গোপিকা, সাধারণ সম্পাদক পদে জিতেছেন ডিএসএফ-এর সুনীল যাদব এবং যুগ্ম সম্পাদক পদে জয়ী হয়েছেন আইসার দানিশ আলি।