
নয়াদিল্লি: বিয়ের পর শ্বশুরবাড়িকে আপন করে নেন ভারতীয় মেয়েরা। স্বামী, সন্তান, শ্বশুর, শাশুড়িকে নিয়ে সংসার। সেই সংসারে শ্বশুর-শাশুড়ির সম্পত্তিতে কি অধিকার রয়েছে পুত্রবধূর? জেনে নিন, আইন কী বলছে।
একজন পুত্রবধূর কি তাঁর শ্বশুর ও শাশুড়ির সম্পত্তিতে অধিকার রয়েছে?
শ্বশুরবাড়ির সম্পত্তিতে পুত্রবধূর অধিকার সম্পর্কে অনেক আইনি বিধান রয়েছে। যদি শ্বশুরবাড়ির লোকেরা নিজেরাই সম্পত্তি ক্রয় করে থাকেন, তাহলে পুত্রবধূর তার উপর কোনও অধিকার নেই। তবে, শ্বশুরবাড়ির লোকেরা যদি চান, তাহলে তাঁরা তাঁদের সম্পত্তি পুত্রবধূ বা অন্য কোনও আত্মীয়কে উইলের মাধ্যমে দিতে পারেন। তবে এটি তাঁদের (শ্বশুরবাড়ির) ব্যক্তিগত সিদ্ধান্ত।
যদি শাশুড়ি এবং শ্বশুর তাঁদের স্ব-অর্জিত সম্পত্তি দিতে চান, তবে পুত্রবধূ কেবল তাঁর স্বামীর মাধ্যমেই এই অধিকার পেতে পারেন। যখন স্বামী তাঁর সম্পত্তির অধিকার স্ত্রীর কাছে হস্তান্তর করেন অথবা স্বামীর মৃত্যুর পর পুত্রবধূ সম্পত্তির উত্তরাধিকারী হন। যদি শ্বশুরবাড়ির লোকেরা তাঁদের স্ব-অর্জিত সম্পত্তি পুত্রবধূকে দিতে না চান, তাহলে পুত্রবধূ সেই সম্পত্তির উপর কোনও দাবি করতে পারবেন না।
পৈতৃক সম্পত্তির উপর পুত্রবধূর দাবি-
আইন অনুযায়ী, যদি পরিবারের পৈতৃক সম্পত্তি থাকে, তাহলে পুত্রবধূর সেই সম্পত্তি দাবি করার অধিকার থাকতে পারে। তবে এর জন্য কিছু শর্ত রয়েছে। একজন পুত্রবধূ কেবল দুটি শর্তে শ্বশুরবাড়ির পৈতৃক সম্পত্তিতে অংশ পেতে পারেন।
সুতরাং, পুত্রবধূর তাঁর শ্বশুরবাড়ির স্ব-অর্জিত সম্পত্তির উপর কোনও অধিকার নেই। তবে তিনি পৈতৃক সম্পত্তির উপর অধিকার দাবি করতে পারেন। ভবিষ্যতে যে কোনও ধরনের বিরোধ এড়াতে এই আইন সম্পর্কে সঠিক তথ্য জানা থাকা সকলের জন্য গুরুত্বপূর্ণ।
বিশেষ দ্রষ্টব্য: যদি আপনার কোনও নির্দিষ্ট মামলা থাকে, তাহলে একজন আইন বিশেষজ্ঞ (আইনজীবী)-র সঙ্গে পরামর্শ করা বাঞ্ছনীয়। এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র আদালতের সিদ্ধান্ত এবং নিবন্ধের উপর ভিত্তি করে। যদি আপনি কোনও মামলার জন্য জানতে চান, তাহলে আপনি একজন উপযুক্ত আইনজীবীর সঙ্গে পরামর্শ করতে পারেন।