
নয়াদিল্লি: বিহারে বিশেষ এবং নিবিড় পরিমার্জন ঘিরে সোমবার ফের উত্তপ্ত হল লোকসভা। ওয়েলে নেমে স্লোগান তুলতে দেখা গেল বিরোধী সাংসদদের। যার জেরে অধিবেশন উঠল লাটে। গলার সুর সপ্তমে চড়াতে দেখা গেল লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকেও। সাংসদদের কড়া ভাষায় তিনি বলেন, “মানুষ আপনাদের সরকারি সম্পত্তি ধ্বংস করার জন্য ভোটে জেতায়নি।” এই রকম আচরণ যদি ফের কেউ করে, তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সমঝেও দেন তিনি।
বাদল অধিবেশনের শুরু থেকেই জারি রয়েছে প্রতিবাদ-বিক্ষোভ। বেশির ভাগ দিনই অধিবেশন হয়েছে মুলতুবি। কখনও বিরোধী সাংসদরা বিক্ষোভ দেখিয়েছে অধিবেশনের মাঝে, কখনও বা অধিবেশন শুরুর আগে। যার জেরে সেদিনকার মতো পাঁচ ঘণ্টা কাজের সময় পূরণ হওয়ার আগেই ‘বন্ধ’ হয়েছে আলোচনা।
এদিন সেই নিয়ে ক্ষোভ চড়াতে দেখা যায় লোকসভা অধ্যক্ষকেও। তপ্ত সংসদে বিরোধীদের উদ্দেশে তিনি বলেন, “চিৎকার করে স্লোগান তোলার থেকে ওই শক্তি প্রশ্ন করার জন্য ব্যবহার করুন। কাজে দেবে। দেশের মানুষেরও ভাল হবে।” এরপরেই তাঁর সংযোজন, “যদি আপনারা সরকারি সম্পত্তি নষ্ট করার চেষ্টা করেন। তা হলে আমাকে কড়া ব্যবস্থা নিতে হবে। যা গোটা দেশ দেখবে। এর আগেও এই রকম ব্য়বস্থা সংসদে নেওয়া হয়েছে। তাই সমঝে যান। এটাই আমার অনুরোধ।”